ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শচীন-আমলার পর গেইল

প্রকাশিত: ০৫:৩৮, ৮ মার্চ ২০১৮

শচীন-আমলার পর গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রেট শচীন টেন্ডুলকর ও তুখোড় হাসিম আমলার পর ওয়ানডে ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ভিন্ন ১১টি দেশের বিপক্ষে সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন ক্রিস গেইল। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ ও গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে ১১টি ছক্কা ও ৭টি চারে ৯১ বল মোকাবেলা করে ১২৩ রানের ইনিংস খেলেন মারকুটে ওপেনার । ওয়ানডে ক্যারিয়ারে গেইলের ২৩তম সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬০ রানের জয় পায় ক্যারিবীয়রা। এ ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে টেন্ডুলকর ও আমলার পাশে বসেছেন গেইল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুইয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, কেনিয়া, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি পেলেন গেইল। তবে এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির স্বাদ নিতে পারেননি জ্যামাইকান তারকা ব্যাটসম্যান। অথচ অসিদের বিপক্ষে ইতোমধ্যে ৩১ ম্যাচে ৭টি হাফ সেঞ্চুরিতে ৮০২ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর- ৯২। এছাড়াও সেঞ্চুরি পাননি আয়ারল্যান্ড, হল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে।
×