ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেভিড ওয়ার্নারকে জরিমানা

প্রকাশিত: ০৫:৩৮, ৮ মার্চ ২০১৮

ডেভিড ওয়ার্নারকে জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেটার সন্দেহ নেই। তবে তার আচরণ নিয়ে প্রশ্নটা সেই ক্যারিয়ারের শুরু থেকেই। বিয়ের পর মাঠের বাইরে বদলে গেলেও মাঠের ক্রিকেটে প্রায়শ মেজাজ হারান তুখোড় এই ওপেনার। ডারবান টেস্টে প্রতিপক্ষ কুইন্টন ডি ককের সঙ্গে দ্বন্দ্বে জাড়িয়ে পড়ায় ওয়ার্নারের ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেয়ার সুপারিশ করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। সাধারণত ম্যাচ রেফারির সুপারিশই দেশগুলোর বোর্ড এবং নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কার্যকর করে থাকে। সেই সঙ্গে লেভেল-২ মাত্রার অপরাধে অসি তারকার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আর ১টি ডিমেরিট পয়েন্ট পেলেই ওয়ার্নার একটি টেস্ট অথবা সীমিত ওভারের দুটি ম্যাচে নিষিদ্ধ হবেন। অন্যদিকে দ. আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি ককের বিরুদ্ধে লেভেন-১ মাত্রার অপরাধের অভিযোগ আনা হয়েছে। টেস্ট ম্যাচের চতুর্থদিন ডারবানের কিংসমেড স্টেডিয়ামের ড্রেসিং রুমে যাওয়ার সময় ডি ককের সঙ্গে ওয়ার্নার বিবাদে জড়িয়ে পড়েন। এটি আবার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ফুটেজটি প্রথম প্রকাশ করে দ. আফ্রিকান আউটলেট ‘ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া’। যেখানে দেখা যায় দু’দলের মধ্যকার প্রথম টেস্টে চতুর্থদিন চা-বিরতির সময় সিঁড়িতে উঠতে গিয়ে ওয়ার্নার বিবাদে জড়িয়ে পড়েন। তাকে অসি অধিনায়ক স্টিভেন স্মিথসহ অন্যরা থামাতে চেষ্টা করছেন। সফরকারী অজিদের ৪১৭ রানের টার্গেটে প্রথম সেশন থেকে চা-বিরতি পর্যন্ত প্রোটিয়াদের মাত্র একটি উইকেট পড়ে। ফলে ডি কক ও এইডেন মার্করামের অনবদ্য জুটি হুমকিতে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। ভিডিওতে দেখা যায়, ওয়ার্নার বেশ রাগান্বিত হয়ে ডি ককের দিকে তেড়ে যেতে চাইছেন। তাকে আটকাতে প্রায় পুরো অস্ট্রেলিয়া দল চেষ্টা করছে। সর্বশেষ উসমান খাজা তাকে ড্রেসিং রুমের দিকে ঠেলে দেন। চতুর্থদিনের শুরুতেও ওয়ার্নারের আচরণে অসঙ্গতি লক্ষ্য করা যায়। এবি ডি ভিলিয়ার্স রানআউট হওয়ার পর বাজেভাবে উদযাপন করেন তিনি। পঞ্চমদিনে বড় জয়ে অবশ্য চার টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া।
×