ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিদেশী পিস্তলসহ যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ০৫:৩৩, ৮ মার্চ ২০১৮

গাজীপুরে বিদেশী পিস্তলসহ  যুবলীগ নেতা  আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বুধবার বিকেলে প্রাইভেটকার আরোহী যুবলীগের এক নেতাকে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তার নাম হাসানুল ইসলাম আকন্দ শাওন (৩৫)। সে শ্রীপুরের কেওয়া বাজার এলাকার মৃত নুর ইসলাম আকন্দের ছেলে। রাব-১ জানায়, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া বাজার এলাকায় বজলুল হক মৃধার মার্কেটের সামনে বুধবার বিকেলে কতিপয় লোক নাশকতার উদ্দেশে একটি প্রাইভেটকারে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাওন পালাতে গিয়ে আটক হয়। পরে তার দেহ ও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ৭টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। শাওন ও তার সহযোগীরা অস্ত্রের ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনার উদ্দেশে উক্ত এলাকায় অবস্থান করছিল জিজ্ঞাসাবাদে শাওন র‌্যাবকে জানিয়েছে। গ্রেফতারকৃতের ভাই হামিদুল ইসলাম আকন্দ বাবু জানান, যুবলীগ নেতা শাওনকে পূর্ববিরোধের জেরে ফাঁসিয়েছে প্রতিপক্ষের লোকজন। সে এবছর শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী।
×