ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাপুয়া নিউগিনিতে ফের ভূমিকম্প, নিহত ১৮

প্রকাশিত: ০৫:২৯, ৮ মার্চ ২০১৮

 পাপুয়া নিউগিনিতে ফের ভূমিকম্প, নিহত ১৮

পাপুয়া নিউগিনির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পে অন্তত ১৮জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের একটু পরে এই ভূমিকম্পটি হয়। এই ভূমিকম্পটির এক সপ্তাহ আগে আরও শক্তিশালী আরেকটি ভূমিকম্পে প্রত্যন্ত ওই অঞ্চলের গ্রামগুলো ধ্বংস হয়ে অন্তত ৫৫জন নিহত হয়েছিল। খবর ওয়েবসাইটের। গত সোমবারের সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পটির উপকেন্দ্রের মাত্র ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নতুন ভূমিকম্পটির উপকেন্দ্র। ওই প্রত্যন্ত এলাকায় আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছিল দেশটির সরকার ও ত্রাণ সংস্থাগুলো। এরই মধ্যে ফের আরেকটি শক্তিশালী ভূমিকম্পে পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রথম ভূমিকম্পটির পর থেকে চলতে থাকা ধারাবাহিক পরাঘাতের মধ্যে বুধবারের পরাঘাতটিই সবচেয়ে শক্তিশালী ছিল। এতে রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ওই খনিসমৃদ্ধ এলাকাটি ভীষণভাবে কেঁপে ওঠে। ওই অঞ্চলের হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বান্দো জানিয়েছেন, ওই পরাঘাতে প্রাথমিকভাবে ১৮জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পটি হাইডসেই সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। কতজন হতাহত হয়েছে সে সম্পর্কে কিছু জানতে পারা যায়নি। সেখানে বড় একটি গ্রাম আছে যেখানে অনেক লোকের বসবাস। পাপুয়া নিউগিনির খনিজ তেল ও জ্বালানিমন্ত্রী মানাসসেহ মাকিবা বলেন, এখনও লোকজনকে কাদার ভিতর থেকে বের করে আনা হচ্ছে। এখনও অনেককে হাসপাতালে নেয়া হচ্ছে। সরকার প্রথম ভূমিকম্পে ৫৫জন নিহত হওয়ার কথা বললেও স্থানীয় গণমাধ্যম নিহতের সংখ্যা ৭৫জনে দাঁড়িয়েছে। উঁচু ওই অঞ্চলটির বহু সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ও ভূমিধসে বহু সড়ক বন্ধ হয়ে থাকায় ত্রাণ উদ্যোগ ব্যাহত হচ্ছিল। এরমধ্যে ফের শক্তিশালী ভূমিকম্পের পর পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
×