ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ

ট্রাম্পের আরেক উপদেষ্টার বিদায়

প্রকাশিত: ০৫:২৮, ৮ মার্চ ২০১৮

ট্রাম্পের আরেক উপদেষ্টার বিদায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা পদত্যাগের পরিকল্পনা করেছেন। ট্রাম্প ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দেয়ার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিউইয়র্ক টাইমস। গ্যারি কোহন মঙ্গলবার বলেন, তিনি ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করবেন। তিনি পদত্যাগ করলে সেটি হবে ট্রাম্প প্রশাসন থেকে সর্বশেষ কোন শীর্ষ কর্মকর্তার বিদায়। হোয়াইট হাউসের কর্মকর্তারা অবশ্য বলছেন পদত্যাগ করার কোন ইঙ্গিত কোহন দেননি। তবে তিনি এমন এক সময় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন যখন শুল্ক আরোপ ও পাল্টা শুল্ক আরোপ নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে নিউইয়র্ক টাইমসের কাছে পাঠানো এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘গ্যারি আমার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, আমাদের এজেন্ডাগুলো বাস্তবায়নে তিনি চমৎকারভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। কর হ্রাস ও সংস্কারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। তিনি একজন বিরল প্রতিভাবান মানুষ। আমেরিকার জনগণকে সেবা দেয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’ কোহনের পদত্যাগের ফলে হোয়াইট হাউসের ভেতর বিভাজনের আশঙ্কা ট্রাম্প দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। ধারণা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে পারেন কোহন। হোয়াইট হাউস থেকে ইতোমধ্যেই বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন। মুক্ত বাণিজ্যের ধারণার সমর্থক কোহন ট্রাম্প প্রশাসনে এক বছর দায়িত্ব পালনকালে জাতীয়তাবাদী ধারণাপুষ্ট অনেক কর্মসূচী আটকে দিয়েছেন। তিনি পদত্যাগ করলে প্রশাসনের অর্থনৈতিক সিদ্ধান্ত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর তার প্রভাব পড়তে পারে। এছাড়া তখন ট্রাম্পের চারপাশে শুধুই সংরক্ষণবাদীরা থেকে যাবেন। যারা শুল্ক আরোপের মতো কঠোর পদক্ষেপের গ্রহণের পক্ষপাতী। শুল্ককে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়বে। গত আগস্টে কোহন পদত্যাগের কথা বলার পর শেয়ারবাজারের ওপর তার প্রভাব পড়েছিল। মঙ্গলবার তিনি ওই কথা পুনর্ব্যক্ত করার পর শেয়ারবাজারে ফের উদ্বেগ তৈরি হয়। বুধবার সূচকের নি¤œমুখী অবস্থান নিয়েই শেয়ার বাজারে লেনদেন শুরু হয়। প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে ট্রাম্পের টিম নিয়ে বিশেষ কৌঁসুলির তদন্ত এখনও শেষ হয় নাই। এরকম অবস্থায় কোহন পদত্যাগের ইচ্ছার কথা জানালেন। ট্রাম্পের বাণিজ্যিক ধ্যান ধারণা সম্পর্কে কোহন জানতেন। ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের জন্য ট্রাম্প তাকে গত আট মাস ধরে তাগাদা দিয়েছেন। তবে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি রব পোর্টার পদত্যাগের পর ট্রাম্প এ নিয়ে কিছুদিন নীরব থাকেন। ট্রাম্প বৃহস্পতিবার তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসারে ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। ইস্পাত ও এ্যালুমিনিয়াম আমদানির ওপর প্রাথমিকভাবে এই শুল্ক আরোপ করা হবে। কংগ্রেসের রিপাবলিকান নেতৃবৃন্দের আপত্তি অগ্রাহ্য করে তিনি ওই ঘোষণা দেন। তিনি বলেন, ইস্পাতের তৈরি বিদেশী জিনিস আমদানির ওপর ২৫ শতাংশ এবং এ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রীর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণার পরপরই কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ মিত্রদেশগুলো উদ্বেগ প্রকাশ ও পাল্টা শুল্ক আরোপের হুমকি দেয়। ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যেই আমাদের বিরুদ্ধে আরোপ করে রাখা বিশাল পরিমাণ শুল্ক ও অন্যান্য বাণিজ্য বাধা আরও বাড়ানোর উদ্যোগ নেয়, আমরা তাদের ওপর কর আরোপ করব।’
×