ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজেএমসি বন্ধ করে দেয়া উচিত ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:১২, ৮ মার্চ ২০১৮

 বিজেএমসি বন্ধ করে দেয়া  উচিত ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাট মন্ত্রণালয় বিজেএমসির ‘খপ্পরে’ পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৯১৫ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এর আগে সকালে সচিবালয়ে অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির প্রকাশিত সাময়িকী ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে পাট প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। ওই সময় তিনি বলেন, পাটকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) বন্ধ করে দেয়া উচিত। প্রসঙ্গত, কৃষি প্রক্রিয়াজাত পণ্য রফতানির ক্ষেত্রে সরকার ২০ শতাংশ ভর্তুকি দিলেও পাটজাত দ্রব্যকে সেই সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দুষছেন মির্জা আজম। পাট দিবসের আগে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, অর্থমন্ত্রী, তিনিই আসলে পাটেরবিরোধী। তার কাছে পাটের কিছু গেলেই মানসিকভাবে তিনি মনে হয় এটা অপছন্দ করেন। যার কারণে তার কর্মকর্তারা পাটকে কৃষি পণ্যের তালিকায় তুলতে টালবাহানা করছেন। ওই সময় তিনি আরও বলেন, আমাদের পাটের বিরুদ্ধে বিশ্ব ব্যাংক, আইএমএফ ও আমাদের দেশের ভেতরেও অনেক ষড়যন্ত্র আছে। আমার বিশ্বাস, বিশ্ব ব্যাংকের কিছু প্রেতাত্মা আমাদের অর্থ মন্ত্রণালয়ে এখনও বসে আছে। দুদিন পর পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তার সুরাহা করার আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী মুহিত। তিনি বলেন, এটা তার (মির্জা আজম) ব্যক্তিগত অভিমত, সেটার ওপর আমি কোন মন্তব্য করতে চাই না। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অসুবিধা যেটা আমাদের হয়, পাটকে আমরা প্রসার করতে চাই, কিন্তু প্রক্রিয়াটা ভাল যাচ্ছে না। এই প্রক্রিয়ায় তার (বিজেএমসি) এসিসটেন্সের কোন প্রয়োজন নেই বলে আমি মনে করি। বিজেএমসির কোন জায়গা নেই। আমরা বলেছি, পিপিপি প্রজেক্ট অনুসরণ করতে, হোয়াট দ্য ব্লাডি হেল বিজেএমসি, ইট শ্যুড বি এ্যাবোলিশড। অর্থমন্ত্রী বলেন, বিজেএমসি বন্ধ করে পাট মন্ত্রণালয়ের অধীনে একটি ‘সমন্বয় সেল’ গঠন করা যেতে পারে। এটা অফিসিয়ালি তাদের বলেছি, বাট দে ডু নট অবলাইজড। তারা বিজেএমসির খপ্পরে পড়েছে। পাট কিনতে বিজেএমসি যথাসময়ে সরকারী অর্থ বরাদ্দ পায় না বলে অভিযোগ বহু দিনের। বেসরকারী পাটকলগুলোকে সুবিধা দিতে সরকারী সংস্থা বিজেএমসিকে অকার্যকর করে রাখা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অর্থমন্ত্রী বলেন, ইনিশিয়ালি যখন বিজেএমসি হল, তখন কয়েক হাজার টাকা দিয়েছি, তারপর প্রত্যেক বছরে ৪০০ বা ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তারপরও তারা আনস্যাটিসফাইড, হাংরি এ্যাবাউট মানি। বিজেএমসির ব্যবস্থাপনা পদ্ধতির সমালোচনা করে মুহিত বলেন, ম্যানেজমেন্ট ইজ হরিবল এ্যান্ড দ্যাটস হোয়াই আই ডিজলাইক ইট। পাটকে এগিয়ে নেয়ার জন্য ফার্স্ট পরামর্শ হল এ্যাবোলিশ দ্য বিজেএমসি। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ॥ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ‘ডিজাইন, ম্যানেজমেন্ট এ্যান্ড সুপারভিশন’ সংক্রান্ত কাজের জন্য পরামর্শক নিয়োগ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ৭৬ কোটি ৭৬ লাখ তিন হাজার টাকায় কাজ পেয়েছে এসটিসি সিউরেকা রোরেপ জয়েন্ট ভেঞ্চার। ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মডস জোন-৩, ৪ ও ১০ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সর্বনিম্ন দরদাতা নাভানা এবং প্রতিভা জয়েন্ট ভেঞ্চার ৪৪৮ কোটি ৯০ লাখ টাকায় কাজ পেয়েছে। এছাড়া ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মডস জোন-৯ কাজের প্রস্তাব অনুমোদন করা হয়। সর্বনিম্ন দরদাতা চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো, দরপ্রস্তাব ৩৮৯ কোটি ২৮ লাখ টাকা। এছাড়া ভায়া ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালার চর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়। মূল চুক্তি মূল্যের সঙ্গে ১৪ কোটি ১২ লাখ টাকা যুক্ত করা হয়েছে। এছাড়া ২৫ হাজার মেট্রিক টন ব্যাট ফিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবে কাজ পেয়েছে মেসার্স হাইড্রো কার্বন, প্রতি মেট্রিক টন ৩৪৯ দশমিক ২০ মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় ৭২ কোটি ৭৬ লাখ টাকা।
×