ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হবে ৮ হাজার ফ্ল্যাট

প্রকাশিত: ০৫:১১, ৮ মার্চ ২০১৮

মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হবে ৮ হাজার ফ্ল্যাট

আনোয়ার রোজেন ॥ আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নির্মাণ করা হবে আট হাজার ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৯৮২ বর্গফুট। এতে থাকবে তিনটি বেড রুম, একটি ড্রইং কাম ডাইনিং রুম এবং দুটি বাথরুমসহ বারান্দা। এসব ফ্ল্যাটের জন্য দেশের প্রতি জেলা-উপজেলায় মোট ৫৩২টি ভবন নির্মাণ করা হবে। এগুলোর মধ্যে দুই ইউনিট বিশিষ্ট ভবন হবে ২৬৪টি ও চার ইউনিট বিশিষ্ট ভবন ২৬৮টি। যেসব জেলা বা উপজেলায় তিনটি বা তার চেয়েও বেশি ভবনের প্রয়োজন হবে, সেখানে নির্মাণ করা হবে আবাসন কমপ্লেক্স। এছাড়া অন্যান্য সুবিধাদিও থাকবে। এর মধ্যে অভ্যন্তরীণ সড়ক, লাইটিং ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করা হবে। ফ্ল্যাটের বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার এবং তুলনামূলকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধারা অগ্রাধিকার পাবেন। এসব ভবন নির্মাণের কাজ করা হবে ‘প্রতি জেলা/ উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো প্রকল্প প্রস্তাবটি আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশজুড়ে এসব ভবন নির্মাণের কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ২০২০ সালের জুনের মধ্যে ভবন নির্মাণ এবং একই বছরে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের অনুকূলে ফ্ল্যাটের বরাদ্দ বুঝিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পুরো প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হবে দুই হাজার ২৭৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় সরকারী খাস জমি ব্যবহারের চিন্তা করা হয়েছে। যেখানে খাস জমি পাওয়া যাবে না, সেখানে ভূমি অধিগ্রহণ করা হবে। এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিকল্পনা কমিশনের ভৌত কাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৮ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে উন্নত আবাসন সুবিধা নিশ্চিতের মাধ্যমে পরিবারসহ তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। সূত্র জানায়, ২০১৫ সালে ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে যান। এ সময় দেশব্যাপী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সংখ্যা বিবেচনা করে জেলা-উপজেলা পর্যায়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ১০ হাজার ফ্ল্যাট বরাদ্দের নির্দেশনা দেন। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাব তৈরি করে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক ২২৭ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রকল্প নিয়েছে। এ প্রকল্পের আওতায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে সরকার। প্রকল্পে-২ হাজার ৫৪১টি ইউনিট নির্মাণের অনুমোদন রয়েছে। দেশের প্রতি উপজেলায় ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য প্রতি ইউনিটে দুটি বেডরুম, বারান্দাসহ একতলা ভবন, আলাদা বাথরুম, টিউবওয়েল এবং গরু-হাঁস-মুরগী পালনের জন্য পৃথক শেডের ব্যবস্থা রাখা হয়েছে। তবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সংখ্যার তুলনায় এ ব্যবস্থা অপ্রতুল। তাই এবার সরকারী খাস জমিতে আরও আট হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।
×