ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ আবদুল হাই বাচ্চুকে চতুর্থ দফায় তলব করেছে দুদক

প্রকাশিত: ০৫:১১, ৮ মার্চ ২০১৮

শেখ আবদুল হাই বাচ্চুকে চতুর্থ দফায় তলব করেছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে দুই মাস বিরতি দিয়ে চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাচ্চুর ঠিকানায় দুদকের উপ-পরিচালক শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে আগামী বৃহস্পতিবার সকাল নয়টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে চিঠি পাঠানো হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে জানিয়েছেন। সর্বশেষ গত ৮ জানুয়ারি তৃতীয় দফায় বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সাংবাদিকদের এড়িয়ে যান বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। গত তিন দফায় দুদকের ৫৬টি মামলার মধ্যে ২৪টি মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ১৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে দুদকে লিখিত আবেদন করেন আব্দুল হাই বাচ্চু। তার আবেদন তখন নাকচ করে দুদক। এর আগে গত ৪ ডিসেম্বর বাচ্চুকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করে দুদক। ওই দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাচ্চু বলেন, নিজেকে দোষী মনে করি না। এরপর গত ৬ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো প্রায় সাত ঘণ্টা আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্ত কর্মকর্তারা। উল্লেখ্য, বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিমকোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর সম্প্রতি ব্যাংকটির সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।
×