ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ১৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত: ০৬:৩৯, ৭ মার্চ ২০১৮

বাঁশখালীতে ১৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৬ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামে মৃত্যুর ১৮ দিন পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতে গণি চৌধুরী জামে মসজিদের কবর স্থান থেকে লাশ উত্তোলন করা হয়। জানা গেছে, উপজেলার খানখানাবাদ ইউপির ডোংরা গ্রামের গণি চৌধুরী বাড়ির মৃত হাশমত আলীর পুত্র সৈয়দুল আলম আবু সাইদ সিডি, এ চেয়ারম্যান এম এ সালামের মালিকানাধীন ফ্যাশন ওয়াচ গার্মেন্টস লিঃ সুপারভাইজার হিসেবে চাকরিরত ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি পেট ব্যথা ও সংক্রমক রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কোরিওগ্রাফি বিভাগের ২৭ নং ওয়ার্ডের ১৭ নং শয্যায় চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। সে অনুযায়ী মেডিক্যাল কর্তৃপক্ষ মৃত্যু সনদ ও প্রদান করে। তবে ১৭ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা পুলিশের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম মামলার বাদীকে ভয় দেখিয়ে নিয়মিত মামলা দায়ের করতে বাধ্য করেন। দায়রা জজ আদালতে লাশের ময়না তদন্তের রিপোর্টের জন্য লাশ উত্তোলনের আবেদন করলে আদালত আমলে নিয়ে লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন।
×