ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠিকাদারের জামিন মঞ্জুর

বগুড়া পৌরসভায় হামলার প্রতিবাদে কলম বিরতি

প্রকাশিত: ০৬:৩৮, ৭ মার্চ ২০১৮

বগুড়া পৌরসভায় হামলার প্রতিবাদে কলম বিরতি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া পৌরসভায় বিতর্কিত ঠিকাদার ও স্বঘোষিত ‘সেমিডন’ আব্দুল মান্নান আকন্দের হামলা ও ভাংচুরে প্রতিবাদে বগুড়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি কর্মসূচী পালন করেছে। এ ছাড়া পৌর পরিষদ এক জরুরী সভার মাধ্যমে ঘটনার নিন্দা ও দোষীদের আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। অপর দিকে মেয়রের কক্ষ ভাংচুর, ও পৌর কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন করার ঘটনায় পৌর কর্তৃপক্ষ কর্তৃক দায়ের করা মামলায় আব্দুল মান্নান জামিন পেয়েছেন। পুলিশের অভিযানে গা ঢাকা দেয়ার পর মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করে। এ দিকে বহুল আলোচিত তুফান কা-ের মতিন ও তুফান সরকারের সহযোগী আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নানের হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া নিয়ে শহরে বিভিন্ন মহলে রয়েছে বিস্ময়। আওয়ামী লীগ কর্মী হয়ে দলীয় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম করে পার পেলেও তাকে নিয়ে খোদ দলের মধ্যে রয়েছে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ। জোট সরকারের সময় দলের আন্দোলনে শরিক না থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার মতো বিত্ত বৈভবের মালিক বনে যাওয়া, রেলের জায়াগায় একের পর এক মার্কেট নির্মাণ এবং জুয়ার আসর পরিচালনা করে দলীয় ভাবমূর্তি ক্ষুণœ করা নিয়ে দলের মধ্যে তাকে নিয়ে ক্ষোভ রয়েছে দীর্ঘ দিনের। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, জোট সরকারের বিরুদ্ধে বিগত আন্দোলনে তার বিরুদ্ধে একটি মামলা না হলেও দলীয় সুবিধাভোগীদের মধ্যে বির্তকিত এই ব্যক্তি শীর্ষে রয়েছে। এমনকী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ সরকার দলীয় এমপিদের নিয়ে ব্যঙ্গ করে নিজের ফেসবুক এ্যাকাউন্টে ধৃষ্টতামূলক একাধিক বক্তব্য প্রচার করলেও জেলার শীর্ষ নেতারা তা আমলে না নিলে সে পার পেয়ে যায়। শুধু দলের অভ্যন্তরেই নয়, স্কুলের গ-ি না পেরিয়েও হঠাৎ করে প্রভাবশালী ও বিপুল বিত্তের মালিক হওয়া আব্দুল মান্নানের কারণে অস্বস্তিতে থাকেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারাও। কৌশলে ট্রাক মালিক সমিতির সভাপতি বনে যাওয়ার পর বেপরোয়া আব্দুল মান্নান ট্রাফিক পুলিশ পরিদর্শকদের যেখানে সেখানে অকথ্যভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে থাকেন। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, গাড়ি থামানোর ঘটনায় প্রায় দু’সপ্তাহ আগে শহরের নামাজগড় মোড়ে আব্দুল মান্নান তাদের হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ভয়ে তারা উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানাননি। এ দিকে পৌরসভার মেয়রের কক্ষে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘণ্টা কলম বিরতি কর্মসূচী পালন করে। এর মাধ্যমে তারা হামলাকারী আব্দুল মান্নান আকন্দ ও তার সহযোগীদের শাস্তির দাবি জানায়। দুপুরে পৌর পরিষদের বিশেষ সভায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানান হয় বলে মেয়ার এ্যাডভোকেট মাহবুবুর রহমান জানিয়েছেন। অপর দিকে ভাংচুর ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বির্তকিত ঠিকাদার আব্দুল মান্নানকে গ্রেফতারের নির্দেশ দেয়ার পর মঙ্গলবার সে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তার আইনজীবী এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু জানিয়েছেন, আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেছে।
×