ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই গৃহকর্মীকে দেড় বছর বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৬:৩৮, ৭ মার্চ ২০১৮

দুই গৃহকর্মীকে দেড় বছর বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দেড় বছর ধরে বাসায় আটকে শিকল দিয়ে বেঁধে দুই গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন করা হতো। এমনকী প্রায়ই তাদের হাতের আঙ্গুলে সুঁই ফুটানো হতো। নির্যাতন সইতে না পেরে কৌশলে অসুস্থ এক গৃহকর্মী পালিয়ে গিয়ে কতিপয় ব্যক্তির কাছে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ওই গৃহকর্মীকে নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে নির্যাতনকারী দম্পত্তিকে আটক ও অপর গৃহকর্মীকে উদ্ধার করেছেন। ঘটনাটি নগরীর বাজার রোড এলাকার। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন জানান, গৃহকর্তা বাজার রোডের এ এ্যান্ড জে এন্টারপ্রাইজের মালিক জুয়েল আহম্মেদ ও তার স্ত্রী ইসরাত জাহান দিনা দীর্ঘদিন থেকে দুই গৃহকর্মীকে কারণে অকারণে অমানুষিক নির্যাতনের পর বাসায় শিকল দিয়ে বেঁধে রাখত। দুই গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের প্রমাণ মিলেছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতের চিহ্ন। পুলিশ কমিশনার আরও জানান, নির্যাতন সইতে না পেরে আশফিয়া (১৩) নামের এক গৃহকর্মী সোমবার সন্ধ্যায় বাসা থেকে পালিয়ে দক্ষিণ বাঘিয়া এলাকায় আশ্রয় নেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ আশফিয়াকে উদ্ধারের পর পুলিশের কাছে সে নির্যাতনের বর্ণনা করেন। পরবর্তীতে তাকে (আশফিয়া) সঙ্গে নিয়ে রাতেই জুয়েল আহম্মেদের নগরীর বাজার রোডের বাসায় অভিযান চালিয়ে অপর নির্যাতিত গৃহকর্মী আয়শাকে (১২) উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাসায় নির্যাতনের কাজে ব্যবহৃত শিকল উদ্ধারসহ গৃহকর্মীদের অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ গৃহকর্তা জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করেন। নির্যাতনের শিকার আশফিয়া জানায়, জুয়েল আহমেদের বাড়িতে দেড়বছর যাবত গৃহকর্মী হিসেবে সে কাজ করত। প্রায়ই গৃহকত্রী ইশরাত জাহান দিনা ও গৃহকর্তা জুয়েল আহম্মেদ তার ওপর নির্মম নির্যাতন চালাত। এমনকী তার পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে আঙ্গুলে সুঁই ফুটো করে নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে সে পালিয়ে যায়। ওই দম্পতি আয়েশা নামের আরেক গৃহকর্মীকেও নির্যাতন করতেন বলে জানায় আশফিয়া। বগুড়ায় গৃহকর্মীর শিশু সন্তানকে ছ্যাঁকা স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ায় দুষ্টামি করায় গৃহকর্মীর শিশু পুত্রকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ার অভিযোগে সোমবার রাতে রোকেয়া জেসমিন (৩৫) নামে এক গৃহকত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের ভাইপাগলা মাজার লেনের জান্নাতমহল নামে এক বাড়ি থেকে ওই গৃহকত্রীকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, জ্যোতি বেওয়া (৩০) নামে এক গৃহকর্মী জান্নাত মহলের ভাড়াটে শেফাউর রহমানের বাড়িতে দু’ বছর ধরে কাজ করে আসছিল। ১ মার্চ গৃহকর্মীর শিশু পুত্র দুষ্টামি করলে গৃহকত্রী শিশুটিকে চড় মারে। এতে সে কান্না শুরু করলে এক পর্যায়ে গরম খুন্তি দিয়ে শিশুটির গালে ছ্যাঁকা দেয়া হয়। গৃহকর্মীর এক আত্মীয় বিষয়টি জানতে পেরে সোমবার পুলিশকে জানালে পুলিশ গৃহকত্রীকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় জ্যোতি বেওয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
×