ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৩৬, ৭ মার্চ ২০১৮

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ মার্চ ॥ কুমিল্লায় চোর সন্দেহে শরীফুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শরীফুল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কালিয়াপুর গ্রামের চারু মিয়ার ছেলে। জানা যায়, শরীফুল ইসলাম (৩০) মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়ার পার্শ্ববর্তী কোমাল্লা গ্রামের আবুল হাসেমের বাড়িতে চুরি করতে গিয়ে আটক হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউপি সদস্য বেলাল মিয়ার নোয়াপাড়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। চৌদ্দগ্রাম থানার এসআই মাহবুব হোসেন জানান, চুরির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাউফলে থানার কাছে ডাকাতির ঘটনার ক্লু বের করতে পারেনি পুলিশ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৬ মার্চ ॥ এক বছরেরও বেশি সময় গেলেও বাউফল থানার কাছে সন্ধার সময় বীণা জুয়েলার্সে গুলি ও বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনার কোন ক্লু বের করতে পারেনি পুলিশ। উপজেলা জুয়েলারি সমিতি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি বাউফল থানার ওসির উপস্থিতিতে এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, বাউফলে থানার কাছেই গুলি করে বোমা ফাটিয়ে প্রকাশ্যে এ ধরনের ডাকাতির ঘটনা বাউফলে নজিরবিহীন। তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এ ঘটনার সঙ্গে এলাকার কোন প্রভাবশালী লোকজন জড়িত থাকতে পারে। তাই পুলিশ গড়িমসি করছে। এ অভিযোগ অস্বীকার করে বাউফল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খুব দ্রুত এর সঙ্গে জড়িতদের ধরতে সক্ষম হব। উল্লেখ, গত বছরে ২৫ ফেব্রুয়ারি সন্ধায় বাউফল থানার কাছে কুন্ডুপট্টি এলাকায় বীণা জুয়েলার্সে গুলি ও বোমা ফাটিয়ে ডাকাতি হয়। এ সময় ৩৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করা হয়। রাজশাহীতে দোকানে হামলা ॥ তিন মাতাল আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাতাল অবস্থায় তিনটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করাকালে তিনজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর কোর্ট স্টেশন মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডিঙ্গাডোবা এলাকার মোহাম্মাদ আলী ও পায়েলসহ কয়েকজন মাতাল অবস্থায় কোর্ট স্টেশনের আদিল চমচম ঘর মিষ্টির দোকানে যায়। এ সময় দোকানের কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে দোকান ভাংচুর শুরু করে তারা। এ সময় স্থানীয় দোকানিরা এগিয়ে এসে প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়।
×