ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান হত্যা

নড়াইলে আসামি পক্ষের ১০ বাড়ি ভাংচুর, লুট

প্রকাশিত: ০৬:৩৫, ৭ মার্চ ২০১৮

নড়াইলে আসামি পক্ষের ১০ বাড়ি ভাংচুর, লুট

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৬ মার্চ ॥ নড়াইলে ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ (৪৮) হত্যা মামলায় আসামিপক্ষের ১০ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন-রফিকুল ইসলাম, আহাদ খায়ের, আরব আলী, আজিবর, জামাল শেখ, আশরাফ আলী, ইলিয়াস আলী, মশিয়ার গাজী, আইয়ুব শেখ ও রোবহান শেখ। প্রতিপক্ষের লোকজন এসব বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বাড়ি থেকে ব্যাটারিচালিত তিনটি ইজিবাইক, গরু, ছাগল, হাঁস-মুরগি, ধান-চালসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ হত্যাকা-ের পর থেকে আসামিপক্ষের বাড়িতে বিভিন্ন সময়ে লুটপাট করা হচ্ছে। এমনকী চিংড়ি ও সাদামাছের ঘের থেকে জোর করে মাছও ধরে নিয়ে গেছে। জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এ এক হাজতি মঙ্গলবার মারা গেছে। তার নাম আব্দুল মান্নান (৪৮)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দরবেশপুর গ্রামের মৃত নজু মিয়ার ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর জেলার তরিকুল ইসলাম জানান,একটি মাদক মামলার আসামি মান্নান এ কারাগারে বন্দি ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। মঙ্গলবার সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বেলা সাড়ে ১১টার দিকে মারা যায়।
×