ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৫, ৭ মার্চ ২০১৮

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ মার্চ ॥ কুমিল্লার মনোহরগঞ্জে সিমু আক্তার নামের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার হাতিমারা পূর্বপাড়া তা’লীমুল কোরআন নূরানী মাদরাসার সামনে এ কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন হাতিমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফজলুর রহমান, স্থানীয় তা’লীমুল কোরআন নূরানী মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান শামীম, নূরুন্নবী মেম্বার, মোস্তফা কামাল, কাজী আবু তাহের প্রমুখ। মানববন্ধনে স্কুল, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সোমবার দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে নিজ বাড়িতে সিমু আক্তার (১০) নামের শিশুকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়। সিমু ওই গ্রামের কৃষক সাইদুল হকের মেয়ে। সে স্থানীয় হাতিমারা মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার সময় তার বাবা-মাসহ পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। সাপাহারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ মার্চ ॥ মঙ্গলবার দুপুরে সাপাহারে পুকুরে ডুবে দেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সদরের জামাননগর এলাকায় ঘটনা ঘটে। নিহত শিশু দেব ওই এলাকার প্রদীপ কুমারের পুত্র বলে জানা গেছে। জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দেব। পরিবারের সদস্যরা দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
×