ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার-ডি কক দ্বন্দ্বে সরগরম দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া

কিংসমিডে সেদিন ংকী ঘটেছিল?

প্রকাশিত: ০৬:২৯, ৭ মার্চ ২০১৮

কিংসমিডে সেদিন ংকী ঘটেছিল?

স্পোর্টস রিপোর্টার ॥ দাপটের সঙ্গে ডারবান টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া। ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তারকা পেসার মিচেল স্টার্ক। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি’ককের মধ্যকার দ্বন্দ্ব। কিংসমিডের ড্রেসিং রুমের বাইরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, উত্তেজিত ভঙ্গিতে প্রায় হাতাহাতির পর্যায়ে প্রতিপক্ষ দুই ক্রিকেটার। ঘটনাটি ঘটে টেস্টের চতুর্থদিন চা-বিরতির সময়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। দুই দেশের সাবেক ক্রিকেটার, এমনকি খেলোয়াড়দের পারিবারিক সদস্যদের মধ্যেও চলছে তর্ক-বিতর্ক। অধিনায়ক স্টিভেন স্মিথ ওয়ার্নারকে ‘বোকা’ বলে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন, আর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিষয়টি তদন্ত করে দেখছে। ভিডিওতে দেখা যায়, চতুর্থদিন চা-বিরতির সময় ড্রেসিং রুমে যাওয়ার পথে ওয়ার্নার-ডি ককের মধ্যে তুমুল বাক্য বিনিময় হচ্ছে। একজন আরেকজনের দিকে তেড়ে যাচ্ছেন। যেখানে ওয়ার্নারই বেশি উত্তেজিত। দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ডি ককের দিকে একাধিকবার তেড়ে যান অস্ট্রেলিয়া সহ-অধিনায়ক ওয়ার্নার। তাকে শান্ত করতে ছুটে যান অধিনায়ক স্মিথ। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগেই ওয়ার্নারকে সামলে ড্রেসিং রুমে নিয়ে আসেন টিম পেইন। কিংসমিডের ওই ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইতোমধ্যে তদন্তের সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ম্যাচ শেষে অধিনায়ক স্মিথ বলেন, ‘মাঠে আমরা প্রচুর কথাবার্তা বলেছি। কিন্তু ডি কককে আমার ছেলেরা একবারও ব্যক্তিগত আক্রমণ করেনি। এটা ওরাই শুরু করেছিল।’ অন্যদিকে স্মিথের বক্তব্যের কাউন্টারে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজার মহম্মদ মোসাজি বলেন, ‘এটা মাঠের স্লেজিং নয়, মাঠের বাইরে কেউ বাজে কিছু বললে সেটা সহ্য করা অনেক সময় সম্ভব নাও হতে পারে। পূর্ণাঙ্গ তদন্তের পরই আসল সত্য প্রকাশ পাবে।’ ওদিকে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম জানিয়েছে, মাটে ওয়ার্নার নাকি ডি কককে ‘বন্য শূকর’ বলে গালি দিয়েছেন। ঘণ্টা খানেক পর ডি ককের বোন ডেলিন ডি কক ওয়ার্নারকে হ্যাশট্যাগ করে টুইটারে লেখেন, ‘সামনে পেলে তোমাকে আমি শারীরিকভাবে আঘাত করব।’ সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, ‘ওয়ার্নার অনেক বেশি ব্যক্তিগত আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেছে, এটা ঠিক নয়।’ ম্যাচে ইচ্ছা করে ডি ভিলিয়ার্সের গায়ে বল ছুড়ে মারার দায়ে অস্ট্রেলীয় ফিল্ডার নাথান লেয়ানের জরিমানা হয়েছে। কিন্তু ওয়ার্নার-ডি ককের ডিডিও ছড়িয়ে পড়ার ফলে ঘটনায় সেটি ম্লান হয়ে গেছে। অ-১৪ স্কুল হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ‘বাবল গাম অ-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের (বালক ও বালিকা)’ মঙ্গলবারের খেলায় বালিকা বিভাগে ভিকারুননিসা নূন সানিডেলকে, শহীদ পুলিশ স্মৃতি বিএএফ শাহীনকে, শহীদ বীর উত্তম আনোয়ার সিদ্ধেশ্বরীকে, স্কলাসটিকা উত্তরা স্কলাসটিকা মিরপুরকে; বালক বিভাগে সেন্ট গ্রেগরিজ স্কলাসটিকা মিরপুরকে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল সানিডেলকে, ধানম-ি টিউটোরিয়াল নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে, শহীদ পুলিশ স্মৃতি স্কুল আইডিয়াল স্কুলকে হারায়।
×