ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লন্ডনে বুফন-হিগুয়াইনদের অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৬:২৮, ৭ মার্চ ২০১৮

লন্ডনে বুফন-হিগুয়াইনদের অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে আজ রাতে অগ্নিপরীক্ষা জুভেন্টাসের। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে তুরিনের ওল্ড লেডিরা এখন লন্ডনে। সেখানে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব টটেটনহ্যাম হটস্পারের মুখোমুখি হবেন বুফন, হিগুয়াইনরা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যাচটি জয়ের বিকল্প নেই জুভেন্টাসের। অন্যদিকে জুভদের মাঠ থেকে ড্র করে আসা টটেনহ্যাম আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামার অপেক্ষায়। কোয়ার্টার ফাইনালে খেলা প্রায় নিশ্চিত ম্যানচেস্টার সিটির। দুর্দান্ত ফর্মে থাকা সিটিজেনরা প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সুইস ক্লাব বাসেলের মাঠ থেকে জিতে এসেছে ৪-০ গোলে। আজ রাতে ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে পেপ গার্ডিওলার দল। বড় কোন অঘটনা না ঘটলে শেষ আট একপ্রকার নিশ্চিত ইংলিশ ক্লাবটির। গত ১৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে দুই গোলে এগিয়ে যেয়েও জিততে পারেনি জুভেন্টাস। নিজেদের ভেন্যুতে অতিথি টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। প্রতিপক্ষের মাঠে দুই গোলে ড্র করে শেষ আটে খেলার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে স্পার্সরা। কেননা দ্বিতীয় লেগে আজ তারা খেলবে নিজেদের মাঠে। সেখানে ১-১ বা গোলশূন্য ড্র হলেও শেষ আটের টিকেট পাবেন হ্যারি কেন, ক্রিশ্চিয়ান এরিকসেনরা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে সাবেক রানার্সআপ জুভেন্টাসকে অনেকটাই অসাধ্য সাধন করতে হবে। প্রথম লেগে জুভদের হয়ে দু’টি গোলই করেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইন। এবারও তাই তারদিকে থাকছে স্পটলাইট। ফের মাঠে নামার আগে প্রথম লেগে জিততে না পারার আফসোসই করেছেন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বলেন, তুরিনে আমাদের জেতা উচিত ছিল। কিন্তু তা হয়নি। এখন আমাদের এসব নিয়ে ভাবলে চলবে না। লন্ডনে জয়ের জন্যই খেলব আমরা। আশাকরি সফল হতে পারব। জুভেন্টাস অধিনায়ক ও গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও শেষ আটে খেলতে আশাবাদী। তারকা এই গোলরক্ষক বলেন, এটা ঠিক যে ওরা (স্পার্সরা) এগিয়ে আছে। তবে আমাদেরও সমান সুযোগ আছে। ম্যাচটি জিতলেই আমরা পরের পর্বের টিকেট পারব। এ জন্যই খেলব আমরা। প্রথম লেগে বাসেলের বিরুদ্ধে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে ম্যানসিটি। মাত্র ১০ মিনিটের ঝড়েই তাদের জয় নিশ্চিত হয়ে যায়। ১৪ থেকে ২৩Ñ এই দশ মিনিটেই তিন গোল আদায় করে অতিথিরা। গোলের সূচনা করেন ইকাই গুন্ডোগান। ১৮ মিনিটে বার্নার্ড সিলভা ব্যবধান দ্বিগুণ করার পর ২৩ মিনিটে তৃতীয় গোল করেন সার্জিও এ্যাগুয়েরো। বিরতির পর ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোল করেন গুন্ডোগান। ম্যাচের জোড়া গোলের মালিক গুন্ডোগান জানান, ম্যানচেস্টার সিটির আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। বাসেলের গোলরক্ষক টমাস ভাসলিকের দৃঢ়তায় হ্যাটট্রিক থেকে বঞ্চিত হওয়া এই সিটি তারকা বলেন, ম্যাচের এ ফলটি একেবারেই নিখাঁদ। তবে দলের উন্নতি করার আরও অনেক কিছু এখনও রয়ে গেছে। আমার পেছনেই প্রতিপক্ষের খেলোয়াড় ছিল। যে কারণে গোল আদায় করা খুব একটা সহজ ছিল না। কেভিন ডি ব্রুইনের কাছ থেকে যথাসময়েই বলটি আমার কাছে এসেছে এবং সঠিক সময়েই আমি সেটি জালে জড়িয়ে দেই। ফিরতি লেগেও তিনি ভাল করার প্রত্যয় জানিয়েছেন। সিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, শেষ ষোলোর বৈতরণী পার হওয়ার জন্য এ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলের জয়টি দারুণ ব্যাপার।
×