ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে জিতল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৬, ৭ মার্চ ২০১৮

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ নিদাহাস ট্রফিতে খেলতে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলল বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কার ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটিতে ৪১ রানে জিতল বাংলাদেশ। জিতেই নিদাহাস ট্রফির প্রস্তুতি সারল বাংলাদেশ। শ্রীলঙ্কায় যাওয়ার আগে সৌম্য সরকারের সামনে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল, এখন টি২০তে ২০০ রানের স্কোর প্রায় নিয়মিত ব্যাপার। বাংলাদেশের এমন কোন পরিকল্পনা? সৌম্য’র জবাব ছিল খুব আত্মবিশ্বাসী, ‘তা তো অবশ্যই। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি আমরা ১৯০ করছি। শেষের দিকে ভাল না করার পরও এই রান হয়েছিল। আমরা যদি শুরু থেকে কিছু রান করতে পারি এবং মাঝখানেও রান আসে; এ ছাড়া বিগহিটাররা যদি বড় কিছু ইনিংস খেলে ফেলতে পারে তাহলে আশাকরি ২০০’র বেশি রান করতে পারব।’ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি করল। মুশফিকুর রহীমের ৬৫, মাহমুদুল্লাহ রিয়াদের ৪৩ ও লিটন কুমার দাসের ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৬ রান করল বাংলাদেশ। কিন্তু সৌম্য হলেন ব্যর্থ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। ওপেনার তামিম ইকবালের সঙ্গী খোঁজা হয় সবসময়। তামিমহীন ম্যাচটিতে লিটন ওপেনিংয়ে নেমে যে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তাতে টেস্ট, ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্যের ওপর টি২০তেও চাপ পড়ে গেল। জবাব দিতে নেমে ২ উইকেট করে নেয়া রুবেল হোসেন ও তাসকিন আহমেদের বোলিং তোপে ১৯ ওভারে ১৪৫ রান করতেই অলআউট হয়ে যায় স্বাগতিক দল। তাতে বাংলাদেশ বড় জয়ই পায়। শুরুতে দলে ছিলেন না লিটন কুমার দাস। সাকিব আল হাসান যেই দল থেকে ছিটকে পড়লেন, লিটনকে নেয়া হলো। প্রিমিয়ার লীগে সেঞ্চুরি করাতে লিটন সুযোগ পেলেন। সেই সুযোগটি প্রস্তুতি ম্যাচে কাজেও লাগালেন। তার এমন ইনিংস যেন একাদশেও লিটনের অবস্থান নিশ্চিত করে দিল। তাতে করে রানের খাতা খোলার আগে আউট হয়ে যাওয়া সৌম্য ও ১ রানেই সাজঘরে ফেরা সাব্বির রহমান রুম্মনের একাদশে থাকাই যেন ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে গেল। বাংলাদেশ দলের পেসাররা ইদানীং নিজেদের মেলে ধরতে পারছিলেন না। কিন্তু প্রস্তুতি ম্যাচে রুবেল ও তাসকিন এমনই বোলিং করলেন, যেন ছন্দে ফিরলেন। সেই ছন্দ দলকেও যেন স্বস্তি দিল। এখন ব্যাটসম্যান, পেসারদের নৈপুণ্যের সঙ্গে স্পিনারদের ঘূর্ণি জাদু মিলেমিশে একাকার হলেই তো জয় এসে পড়তে পারে। আর একটি জয়ই তো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। যে কোন ম্যাচেই জয় খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করে দেয়। এখন এই জয়টি আত্মবিশ্বাস, মনোবল বাড়িয়ে দিলেই হলো। স্কোর ॥ বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ ইনিংস ॥ ১৮৬/৫;২০ ওভার (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, মাহমুদুল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২)। শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ ইনিংস ॥ ১৪৫/১০; ১৯ ওভারে (ডিকভেলা ২৭, মুনাবিরা ১০, সামারাবিক্রমা ৪, ধনঞ্জয়া ১৪, পেরেরা ২২, মিলান্থা ১৯, থিকশিলা ৪, ড্যানিয়েলস ১০*, বান্দারা ৭, ভ্যান্ডারসে ১, সান্দাকান ১৩; রুবেল ২/১৯, তাসকিন ২/১৬)। ফল ॥ বাংলাদেশ ৪১ রানে জয়ী।
×