ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক কনস্টেবলসহ নিহত ২

প্রকাশিত: ০৬:০৬, ৭ মার্চ ২০১৮

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক কনস্টেবলসহ নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ট্রাফিক কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। এদিকে শাহজালালে চার যাত্রীর কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার বিদেশী সিগারেট, মোবাইল ফোন ও ক্রিম জব্দ করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় ট্রাফিক কনস্টেবল আবদুল মজিদ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (পশ্চিম) মিরপুর জোনের ট্রাফিক সার্জেন্ট (টিআই) মোঃ মনিরুল ইসলাম জানান, নিহত পুলিশ কনস্টেবলের গ্রামের বাড়ি নওগাঁয়। তিনি জানান, মঙ্গলবার সকালে আমরা টেকনিক্যাল মোড়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ একটি ট্রাক গাবতলীর দিকে যাওয়ার সময় কনস্টেবলকে চাপা দেয়। আমরা কেবল মা-বলে একটা চিৎকার শুনলাম। এরপর দেখি রাস্তায় তিনি পড়ে আছেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিআই মনিরুল জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
×