ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ফ্লাইং কারে আসছে নতুনত্ব

প্রকাশিত: ০৬:০৬, ৭ মার্চ ২০১৮

এবার ফ্লাইং কারে আসছে নতুনত্ব

ঘণ্টার পথ মাত্র দু-মিনিটে! এমনই দ্রুতগতির ফ্লাইং ট্যাক্সি বানাতে চায় স্পোর্টস গাড়ি নির্মাণ সংস্থা পোর্শ। ইতোমধ্যেই ফ্লাইং ট্যাক্সি বানাতে কাজ শুরু করে দিয়েছে সংস্থা। প্রতিষ্ঠানটির তরফে এমনটাই জানানো হয়েছে। জানানো হয়েছে, ‘পোর্শ প্ল্যান্ট থেকে স্টুডগার্ট এয়ারপোর্ট-এ যাই, আমাদের অন্তত আধা ঘণ্টা সময় লাগে! যদি না কোন যানজট থাকে রাস্তায়। তবে উড়ে গেলে মাত্র সাড়ে তিন মিনিট লাগতে পারে।’ আর সেই সুবিধা যাতে সবাই পায় সেজন্যেই এহেন ফ্লাইং ট্যাক্সি তৈরির কাজ করছে এই সংস্থা। জানা গেছে, গাড়ির নক্সার জন্য একাধিক সংস্থার সঙ্গে কাজ করতে পারে প্রতিষ্ঠানটি। যাতায়াত বাজারকে পরিবর্তন করতে প্রথাগত গাড়ি থেকে শুরু করে স্বচালিত গাড়িকে রাইড-হেলিং এ্যাপের মাধ্যমে শেয়ার ব্যবস্থার আওতায় আনতে পারে সংস্থাটি। -ভার্জ
×