ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা নিহত

প্রকাশিত: ০৬:০৫, ৭ মার্চ ২০১৮

সিলেটে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা নিহত

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ শহরের দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকায় সিএনজি অটোরিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২জন নিহত এবং গুলিবিদ্ধসহ অন্তত ২০ আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বাবুল মিয়া (৩৫) ও মাসুক মিয়া (৫০)। তাদের দুজনই রাজনৈতিক দলের নেতা। বরইকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সহ-সভাপতি মাসুক মিয়া ও একই ওয়ার্ডের যুবলীগ নেতা বাবুল মিয়া। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতারের ভয়ে ঘরবাড়ি পুরুষশূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায় সোমবার রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগ নেতা গৌছ মিয়ার সমর্থিত এক ব্যক্তির সঙ্গে ভাড়া নিয়ে এক সিএনজি চালকের কথাকাটাটি হয়। এই সময় তেলিখাল ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলফু মিয়া সমর্থিত এক ব্যক্তি ঘটনাস্থলে এলে তার সঙ্গে এ নিয়ে তর্ক বিতর্ক হয়। তাৎক্ষণিকভাবে বাজার এলাকায় অবস্থানরত দুই পক্ষের লোক জড়ো হয়ে গেলে কিছু সময়ের মধ্যে দুপক্ষের মধ্যে একদফা সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় এলোপাতাড়িভাবে বরইকান্দি ১০নং রোডে বেশ কয়েকটি দোকানপাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। রাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর জের ধরে মঙ্গলবার ১১টার দিকে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুলিবিদ্ধসহ প্রায় ২০জন আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বাবুল মিয়া ও মাসুক মিয়া মৃত্যুবরণ করেন। গুলিবিদ্ধ ১৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরের পর থেকে এলাকার রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যায়। অজানা আতঙ্কে ভুগছেন এলাকার সাধারণ মানুষ। জড়িতদের খুঁজতে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। গ্রেফতার আতঙ্কে নিরীহ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
×