ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার জামিনের জন্য দক্ষ আইনজীবী নিয়োগ দিন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৯, ৭ মার্চ ২০১৮

খালেদার জামিনের জন্য দক্ষ আইনজীবী নিয়োগ দিন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আাগামী নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেবে না। খালেদা জিয়াসহ বিএনপিকে নিয়ে খেলেই গোল দেবে। এই গোল দিয়ে আবার ইনশাল্লাহ আমরা জিতব এবং শেখ হাসিনাকে হ্যাটট্রিক প্রধানমন্ত্রী বানাব। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যালয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এ সভা হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন জটিলতা নিয়ে বিএনপির কিছু মতলববাজ আইনজীবীকে দায়ী করে মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়াকে জেলে আমরা পাঠাইনি। কারাগারের কী কষ্ট আমরা তা বুঝি। ওনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। এই বয়সে জেলে থাকার কি কষ্ট সেটা আমি নিজেই জানি। আওয়ামী লীগ ছাড়া সব সরকারের আমলে আমরা জেলে ছিলাম। তাই খালেদা জিয়া আইনী প্রক্রিয়ায় জেলে গেছেন, আইনী প্রক্রিয়ায় তিনি ছাড়া পাবেন। বিএনপিকে মতলববাজ আইনজীবী বাদ দিয়ে দক্ষ যোগ্য আইনজীবী নিয়োগ দিয়ে খালেদা জিয়ার জামিনের জন্য ব্যবস্থা করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা মওদুদ আহমদ চান খালেদা জিয়া জেলেই থাকুন। আর সেজন্যই তিনি বলেছেন, বেগম জিয়া জেলে থাকায় প্রতিদিন তাঁর দশ লাখ করে ভোট বাড়ছে! খালেদা জিয়ার এভাবে ভোট বাড়তে থাকলে আগামী নির্বাচনে বিএনপি ভোট পাবে ৩০ কোটি। কিন্তু দেশে ভোটারের সংখ্যা তো নয় কোটি। আর আমাদের ভোট গেল কোথায়? তাই বিএনপি নেতাদের বলব, আপনারা মওদুদ আহমদের মতো মতলববাজ আইনজীবী বদলান। ভাল আইনজীবী নেন। তাহলেই খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আসবেন। মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, নির্বাচন নিয়ে অন্য কোন ধরনের চিন্তা করে লাভ নেই। কারণ যথাসময়ে ও যথা নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় থাকতে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। আমরা সকল দলের অংশগ্রহণে একটি ভাল নির্বাচন করতে চাই। কাউকে বাদ দিয়ে নয়- বরং স্পষ্ট বলে গেলাম, বেগম জিয়া বিএনপিসহ আমরা নির্বাচন করতে চাই। নির্বাচনে না এলে খেলা কিভাবে হবে? ফাঁকা মাঠে খেলার দল আওয়ামী লীগ নয়, ফাঁকা মাঠে গোল দেব না। এবার খেলেই গোল দেব। বিএনপিকে মাঠে নিয়েই গোল দেব। এই গোল দিয়ে আবারও আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন দল ক্ষমতায় থাকলে জনপ্রিয়তা বাড়ে-কমে। দল ক্ষমতায় থাকলে অনেক ভুল-ত্রুটি হয়। বর্তমান সরকারের আমলে গ্রামের মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে ভাল আছে। কিন্তু শহরের লোক সহজে সন্তুষ্ট হয় না। চারটা ভাল কাজ হলে ওই একটা কাজ না হলে ওটা নিয়েই কথা বলবে। সেই কথা মনে করে শহরের লোককে নিয়ে আমরা বিব্রত অবস্থায় আছি। এজন্য শহরের লোককে ঠিক করতে হবে। শহরের লোকের ঘরে ঘরে যেতে হবে। ভুল-ত্রুটি হলে ক্ষমা চাইতে হবে। তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিজয়ী হতে পারব। জয় ছিনিয়ে আনতে পারব। তিনি আরও বলেন, মহানগর আওয়ামী লীগ সবসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু। ঢাকা মহানগর আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট। আপনারাই পারেন আওয়ামী লীগকে বিজয়ী করতে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে। ৭ মার্চের জনসভায় দলীয় নেতাকর্মীদের নিজের তাগিদে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসভা যত বড় হবে শত্রুর হৃদকম্প তত বাড়বে। জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের শক্তি ক্যান্টনমেন্ট নয়, আইনশৃঙ্খলা বাহিনী নয়। আমাদের শক্তিই হলো বাংলার জনগণ। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগরের বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
×