ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন ২১ মার্চ

প্রকাশিত: ০৫:৫৭, ৭ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন ২১ মার্চ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ মার্চ চট্টগ্রাম আসছেন। বিভাগীয় পর্যায়ে সমাবেশের ধারাবাহিকতায় এদিন চট্টগ্রামে জনসভা করবে আওয়ামী লীগ। এছাড়া তাঁর বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে দলটি। জনসভার ভেন্যু নির্ধারণসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ১০ মার্চ যৌথ বর্ধিত সভা আহ্বান করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম জানান, বিভাগীয় পর্যায়ে ইতোমধ্যেই বেশকিছু জনসভা হয়েছে। সিলেট, বরিশাল, রাজশাহী এবং খুলনার পর এবারের জনসভা হবে চট্টগ্রামে। এই জনসভা থেকে সরকারের উন্নয়ন কর্মকা-ের বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের চাঙ্গা করতে উজ্জীবিত করবেন দলের সভাপতি শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা এসে গেছে দলের মহানগর ও জেলা পর্যায়ে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভা কোথায় হবে তা নিয়ে রয়েছে এক ধরনের সিদ্ধান্তহীনতা। কেননা, বড় মাঠের সংখ্যা চট্টগ্রামে হাতেগোনা। নেতৃবৃন্দের পছন্দ পলোগ্রাউন্ডের সুবিশাল পরিসর। কিন্তু সেখানে গত ৩ মার্চ শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা। চিটাগাং চেম্বারের আয়োজনে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো এ মেলায় অংশ নিয়েছে। আউটার স্টেডিয়ামের অর্ধেকটা জুড়ে চলছে জাতীয় ক্রীড়া পরিষদের সুইমিংপুল নির্মাণের কাজ। লালদীঘির মাঠ প্রধানমন্ত্রীর জনসভা করার মতো অতটা বড় নয়।
×