ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাহাজী কর্মকর্তাদের কর্মবিরতি ঘোষণা

প্রকাশিত: ০৪:৫৩, ৭ মার্চ ২০১৮

জাহাজী কর্মকর্তাদের কর্মবিরতি ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় পে-স্কেল অনুযায়ী বকেয়া ভাতা পরিশোধ এবং পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজী কর্মকর্তারা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর ঘোষণা দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচীর ফলে হুমকির মুখে পড়েছে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গর থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ক্রুড অয়েল পরিবহনের কাজটি, যা পুরো তেল সেক্টরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাষ্ট্রীয় জ্বালানি (ক্রুড অয়েল) পরিবহনের দায়িত্বটি পালন করে থাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। নিজস্ব জাহাজ সঙ্কটের কারণে ভাড়া করা জাহাজের মাধ্যমে তেল পরিবাহিত হয়। এর মধ্যে ৪৪ শতাংশ তেল ‘বাংলার সৌরভ’ এবং ‘বাংলার জ্যোতি’ জাহাজের মাধ্যমে বহির্নোঙ্গরে লাইটারিং হয়ে জেটিতে আসে। ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর তা সরবরাহ হয় সারাদেশে। বিএসসি’র এই জাহাজী কর্মকর্তারা কর্মসূচী ঘোষণা করায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে বহির্নোঙ্গর থেকে রিফাইনারিতে জ্বালানি তেল আসা।
×