ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৪৮, ৭ মার্চ ২০১৮

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩০.৫০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮৫.২১ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায়, বল রুম অব প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, কারওয়ান বাজার, ঢাকাতে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৭ মার্চ। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বিক্রি করবেন আর্গন ডেনিমের পরিচালক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিম লিমিটেডের পরিচালক এ. কে গহর রাব্বানি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালক এ.কে গহর রাব্বানি ১৫ লাখ শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ৮৪ লাখ ২০ হাজার ১৩৯টি শেয়ার আছে। উল্লেখ্য, গহর রাব্বানি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×