ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধিকাংশ ব্যাংকের দর কমেছে

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:৪৫, ৭ মার্চ ২০১৮

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩৭ কোটি ৩৭ লাখ টাকা বেশি। ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি ৫৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১১৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও সারাদিন সূচকের ওঠানামা অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ মুন্নু সিরামিক, সিভিও পেট্রোলিয়াম, ইবনে সিনা, ন্যাশনাল টিউব, বিবিএস কেবল, নাহি এ্যালুমিনিয়াম, গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা ও এপেক্স ফুড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ঃ সিএমপিএম মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, রিপাবলিক, নাহি এ্যালুমিনিয়াম, এইচআর টেক্সটাইল, কাসেম ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, সায়হাম কটন, আলহাজ টেক্সটাইল ও ওয়াইম্যাক্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ঃ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সি এ্যান্ড এ টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, ইমাম বাটন, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, ফাইন ফুড, আইপিডিসি ও মার্কেন্টাইল ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ পপুলার লাইফ, গ্রামীণ ফোন, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ার টেক, বিবিএস ক্যাবল, ফনিক্স ফাইনান্স, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ইবনে সিনা ও আইডিএলসি।
×