ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হবে ॥ আইএইএ

প্রকাশিত: ০৪:৪২, ৭ মার্চ ২০১৮

পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হবে ॥ আইএইএ

আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থা আইএইএর প্রধান ইউকিয়া আমানো আবারও নিশ্চিত করেছেন যে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে এ সমঝোতা ভেঙ্গে পড়লে তা হবে বড় ধরনের ক্ষতি। ওয়েবসাইট। সোমবার ভিয়েনায় সংস্থার পরিচালক পর্ষদের ত্রিবার্ষিক বৈঠকে আমানো এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পরমাণু সমঝোতার আওতায় ইরানের পক্ষ থেকে যেসব ধারা মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সংস্থা গত দুই বছর ধরে সেগুলোর যাচাই এবং পর্যবেক্ষণ করছে। আমানো আরও বলেন, আজকের দিন পর্যন্ত আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিতে চাই যে, পরমাণু সমঝোতা সংক্রান্ত সব ধরনের প্রতিশ্রুতি ইরান মেনে চলছে। এরপরও যদি এ সমঝোতা ব্যর্থ হয়, তাহলে পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত এ সংস্থার পাশাপাশি এর সঙ্গে জড়িত সব পক্ষের জন্য তা হবে বড় ধরনের ক্ষতির কারণ। গুজরাটে বরযাত্রীবাহী ট্রাক নদীতে ॥ ২৫ জনের মৃত্যু ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে বরযাত্রী বহন করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে নদীতে পড়ে গেলে অন্তত ২৫ জন প্রাণ হারায়। এদের অধিকাংশই নারী ও শিশু। দেশটির কর্মকর্তা এ কথা জানান। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে সেতু থেকে আট মিটার নিচের শুকনো নদীতে পড়ে যায়। গুজরাটে মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র। গুজরাটের পুলিশ পরিদর্শক কে জে কাদাপদা বলেন, ‘ট্রাকটিতে প্রায় ৬০ যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।’ উল্টো যাওয়া ট্রাকের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে ভবনগরে এই দুর্ঘটনা ঘটে।
×