ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অজ্ঞাত পদার্থের সংস্পর্শে পক্ষত্যাগী রুশ গোয়েন্দা গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৪:৪০, ৭ মার্চ ২০১৮

অজ্ঞাত পদার্থের সংস্পর্শে পক্ষত্যাগী রুশ গোয়েন্দা গুরুতর অসুস্থ

বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত সাবেক রুশ গোয়েন্দা ব্রিটেনে অজ্ঞাত পদার্থের সংস্পর্শে আসার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার এ খবর জানিয়েছে বিবিসি, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট ও মিররসহ বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম। রাশিয়ার সামরিক গোয়েন্দা শাখার কর্নেল সের্গেই স্ক্রিপাল রুশ পক্ষ ত্যাগ করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এজেন্টে পরিণত হওয়ার অভিযোগে রাশিয়ায় অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। ব্র্রিটিশ পুলিশ জানিয়েছে, রবিবার লন্ডনের ১৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সলসবারি শহরের একটি শপিং সেন্টারের বেঞ্চে ৬৬ বছর বয়সী এক ব্যক্তি ও ৩৩ বছর বয়সী এক নারীকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তারা অজ্ঞাত পদার্থের সংস্পর্শে আসার পর অসুস্থ হয়ে পড়েন। তারা উভয়েই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন বলে জানিয়েছে উইল্টশায়ার পুলিশের টেম্পোরারি এ্যাসিটেন্ট চীফ কনস্টেবল ক্রেইগ হোল্ডেন। বিষয়টিকে বড় ধরনের ঘটনা বলে ঘোষণা করেছে ব্রিটিশ পুলিশ। প্রত্যক্ষদর্শী ফ্রিয়া চার্চ বিবিসিকে বলেছেন, বেঞ্চের মধ্যে এক জুটি বসেছিল। একজন বৃদ্ধ লোক ও এক তরুণী। তরুণীটি বৃদ্ধের শরীরে এমনভাবে গা এলিয়ে ছিল, দেখে মনে হচ্ছিল সে মৃত। অপরদিকে বৃদ্ধটি আকাশের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাত নাড়ছিল। উভয়কে এতটাই অস্বাভাবিক লাগছিল যে কাছে গিয়েও তাদের কীভাবে সাহায্য করব তা নিশ্চিত হতে পারছিলাম না আমি, তাই আমি তাদের রেখেই চলে আসি। কিন্তু দেখে মনে হয়েছে তারা অত্যন্ত কড়া কোন কিছু গ্রহণ করেছিল। হাসপাতালে চিকিৎসাধীন ওই দু’জনের নাম প্রকাশ করেনি ব্রিটিশ পুলিশ। কিন্তু তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ দুটি সূত্র সাংবাদিকদের জানায় গুরুতর অসুস্থ ওই ব্যক্তিই স্ক্রিপাল। কী জাতীয় পদার্থের সংস্পর্শে এসে তারা এমন অসুস্থ হয়ে পড়েছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন উভয়ে। স্ক্রিপাল এক সময় রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ জিআরইউয়ের কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কাছে তিনি বহু রুশ গোয়েন্দার পরিচয় ফাঁস করে দিয়েছেন এই সন্দেহে ২০০৪ সালে তাকে গ্রেফতার করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। বিচারের পর ২০০৬ সালে তার ১৩ বছরের কারাদণ্ড হয়। কিন্তু ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আটক মস্কোর ১০ গোয়েন্দার সঙ্গে রাশিয়ায় আটক পশ্চিমা গোয়েন্দাদের বদলা বদলির অংশ হিসেবে তাকে মুক্তি দেন তৎকালীন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ১৯৯১ সালে শীতল যুদ্ধ শেষের পর হওয়া সবচেয়ে বড় গোয়েন্দা অদল বদলের ওই ঘটনাটি ঘটেছিল ভিয়েনা বিমানবন্দরের টারমাকে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুটি জেট বিমান পাশাপাশি দাঁড়িয়ে ওই গোয়েন্দা বদলা বদলির কাজটি সম্পন্ন করেছিল। তারপর থেকে স্ক্রিপাল ব্র্রিটেনেই বসবাস করছিলেন এবং রবিবার উইল্টশায়ারের একটি বেঞ্চে অদ্ভুত অঙ্গভঙ্গি করার আগ পর্যন্ত সবার মনোযোগের অগোচরেই ছিলেন।
×