ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কৃষিতে বিশেষ গুরুত্ব

প্রকাশিত: ০৪:১৭, ৭ মার্চ ২০১৮

কৃষিতে বিশেষ গুরুত্ব

বিগত বেশ ক’বছর যাবত বাংলাদেশ কৃষিতে ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে চলেছে। দেশের দুটি জনপ্রিয় ফল আম ও পেয়ারা উৎপাদনে অভাবিত সাফল্য এসেছে। আম উৎপাদনে আমরা বিশ্বে সপ্তম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম অবস্থানে রয়েছি। সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরণ, মেধার বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবার ফল উৎপাদনে জোর দিয়েছে সরকার। এরইমধ্যে প্রায় তিন শ’ কোটি টাকার প্রকল্পও হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ৪৮ জেলায় ৬৬টি হর্টিকালচার সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে কৃষক ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের দেয়া হবে প্রশিক্ষণ। আমরা আশা করব আগামীতে সরকার কৃষির অন্যান্য ক্ষেত্র, যেমন চাল, সবজি এমনকি মাছের উৎপাদন বাড়াতেও অনুরূপ প্রকল্প হাতে নেবে। দেশীয় এবং রফতানিযোগ্য ফলের উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে এ প্রকল্পের আওতায় উৎপাদিত ফল সংগ্রহ করে আধুনিকায়নের সঙ্গে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সেবা সম্প্রসারণ করা হবে। বিদ্যমান হর্টিকালচার সেন্টারগুলোর অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং নতুন হর্টিকালচার সেন্টার স্থাপনের মাধ্যমে মানসম্পন্ন ও নতুন জাতের চারা বা কলম উৎপাদন বাড়ানো ও কৃষক পর্যায়ে বিতরণ করা হবে। এবার মহাসমারোহে পাট দিবস পালিত হলো। শীঘ্রই তিন ফসলী পাট পাওয়া সম্ভব হবে। পাটের জীবন রহস্য উন্মোচনের সুফল পেতে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমের বাম্পার ফলন হচ্ছে সাম্প্রতিক বছরগুলোয়। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সাতক্ষীরা জেলার চাষীরা ক্ষতিকারক কীটনাশক পরিহার করে গত বছর ফলিয়েছেন বিষ ও কীটনাশকমুক্ত আম। দেশের বাইরে আম রফতানি করার জন্য আম চাষিরা গাছের মুকুল বের হওয়া থেকে শুরু করে পুষ্ট হওয়া পর্যন্ত নিবিড় পরিচর্যা করেছেন। তারা সফল। সাতক্ষীরার আম বিদেশ যাচ্ছে বলে এ জেলার আম চাষীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রতি বছর অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, নদী ভাঙন ও লবণাক্ততার কারণে হ্রাস পাচ্ছে শতকরা ১ ভাগ হারে কৃষি জমি। তারপরও দেশে চালের উৎপাদন বেড়েছে তিনগুণেরও বেশি, গমের উৎপাদন বেড়েছে দ্বিগুণ, সবজির উৎপাদন বেড়েছে পাঁচগুণ এবং ভুট্টার উৎপাদন বেড়েছে ১০ গুণ। বছরে ১০ লাখ টনেরও বেশি আম উৎপাদন করে বাংলাদেশ বিশ্বের শীর্ষ আম উৎপাদনকারী দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে। ৯৬ লাখ টন আলু উৎপাদন করে পৃথিবীর শীর্ষ আলু উৎপাদনকারী দেশের তালিকায় রয়েছে ১০ম স্থানে। পৃথিবীর প্রায় ৫০টি দেশে বাংলাদেশ থেকে সবজি রফতানি হচ্ছে। কৃষিতে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ কৃষকদের জন্যই। কৃষিক্ষেত হেসে ওঠে কৃষকেরই সৌজন্যে। আশার কথা হলো কৃষিউন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেয়ার সুফল দৃশ্যমান হয়ে উঠেছে। প্রতি বছরই আশাতীত ভাল ফলন হচ্ছে। সরকারের কৃষিবান্ধব নীতির সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ।
×