ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের মূল ফটক বন্ধে শিক্ষার্থীরা ক্ষুব্ধ

প্রকাশিত: ০৮:০৫, ৬ মার্চ ২০১৮

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের মূল ফটক বন্ধে শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রবেশের মূল ফটক বন্ধ করে দিয়েছে অনুষদ কর্তৃপক্ষ। এতে করে শিক্ষার্থীদের গাড়ি পার্কিংয়ের জায়গা দিয়ে ভবনে আসা-যাওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। একাধিক শিক্ষার্থী জনকণ্ঠকে এ ভোগান্তির কথা জানান। একই সঙ্গে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান শাকিল বলেন, বিশ^বিদ্যালয় হচ্ছে উন্মুক্ত জায়গা। শিক্ষার্থীদের কেন আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে? শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এবং স্বাভাবিক চলাফেরা করার জন্য ফটকটি খুলে দেয়া উচিত। একই অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ব্রততী জনকণ্ঠকে বলেন, মূল ফটকটি আগে খোলা ছিল। তখন আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারতাম। এখন ফটকটি বন্ধ করে দেয়ায় আমাদের সমস্যা হচ্ছে। অনেকটা ঘুরে এসে ক্লাসে যেতে হচ্ছে। ফটকটি খুলে দিলে আমাদের আসা যাওয়া করতে সুবিধা হতো। বিষয়টি অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমকে অবহিত করা হলে তিনি বলেন, এটা কি নিউজ করার বিষয়? কোন গেট খোলা থাকবে আর কোন গেট বন্ধ থাকবে প্রশাসনে দায়িত্বে থেকে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি। আমার মতে আমার অফিস কাজ করবে। তবে শিক্ষার্থীদের অসুবিধা হলে গেটটি খুলে দেয়া হবে বলে জানান তিনি। সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন অধ্যাপক সাদেকা হালিম। গত বছরের ৩০ সেপ্টেম্বর তিনি অনুষদের ডিন হিসেবে যোগ দেন। এর আগে অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিলেন টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। তার আগে অনুষদটির ডিনের দায়িত্বে ছিলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষদ সূত্রে জানা গেছে, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সময় মূল গেটটি বন্ধ ছিল। শিক্ষার্থীদের আসা যাওয়ার সুবিধার্থে গত বছরের ২ জুলাই অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া ভবনের মূল গেটটি খুলে দেন। অধ্যাপক সাদেকা হালিমও দীর্ঘদিন গেটটি খোলা রাখেন। কিন্তু সম্প্রতি তিনি গেটটি বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন বলে ভবনে দায়িত্বরত কর্মচারীরা জানিয়েছেন। সরেজমেনি গিয়ে দেখা যায়, ভবনের মূল ফটকটি বন্ধ। মূল ফটকটি বন্ধ থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীরা গাড়ি পার্কিংয়ের জায়গা দিয়ে ভবনে আসা-যাওয়া করছেন। ভবনে ক্লাস করতে আসা শিক্ষার্থীরা এ সময় তাদের ক্ষোভের কথা জানান এবং অনতিবিলম্বে ফটকটি খুলে দেয়ার দাবি জানান।
×