ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে নৃত্যাঞ্চলের ‘রাইকৃষ্ণ পদাবলী’

প্রকাশিত: ০৭:০৩, ৬ মার্চ ২০১৮

ভারতে নৃত্যাঞ্চলের ‘রাইকৃষ্ণ পদাবলী’

স্টাফ রিপোর্টার ॥ ভারতের থিয়েটার অলিম্পিকের অষ্টম আসরে যাচ্ছে নৃত্যাঞ্চলের নৃত্যনাট্য ‘রাইকৃষ্ণ পদাবলী’। দলীয় সূত্রে জানা যায়, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত এ উৎসবে পাটনার প্রেমচাদ রঙ্গশালায় ১৪ মার্চ এবং দিল্লীর কামানী মিলনায়তনে ১৬ মার্চ পরিবেশিত হবে এ নৃত্যনাট্য। নৃত্যনাট্যটি রচনা করেছেন কবি শেখ হাফিজুর রহমান এবং পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। নৃত্যনাট্যটির প্রধান ভূমিকায় রয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। নৃত্যাঞ্চলের আরও ২৫ জন নৃত্যশিল্পী এতে অংশগ্রহণ করছে। সংগঠনটির শিল্পীরা এ উদ্দেশে ১১ মার্চ পাটনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২০ মার্চ দেশে ফিরে আসবেন। থিয়েটার অলিম্পিক ছাড়াও ১৭ মার্চ পাঞ্জাবের হরিয়ানার জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘অন থিয়েটার গ্রুপ’ আয়োজিত ইন্দো-বাংলা থিয়েটার ফেস্টিভ্যালে ‘রাইকৃষ্ণ পদাবলী’ মঞ্চায়িত হবে।
×