ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থিয়েটার অলিম্পিকে প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’

প্রকাশিত: ০৭:০৩, ৬ মার্চ ২০১৮

থিয়েটার অলিম্পিকে প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’

স্টাফ রিপোর্টার ॥ ভারতের থিয়েটার অলিম্পিকে যাচ্ছে প্রাঙ্গণেমোরের নাটক ‘ঈর্ষা’। দলসূত্রে জানাায়, থিয়েটার অলিম্পিকের অষ্টম এ আসরে যোগ দিতে দলটি আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে যাত্রা করবে। বিশ্ব নাটকের এ বিশাল আনন্দ উৎসবে ঈর্ষা নাটকের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৮ মার্চ ত্রিপুরার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং ১০ মার্চ দিল্লীর এলটিজি অডিটরিয়াম। প্রাঙ্গণেমোরের ৮ম প্রযোজনা সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’ নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা এবং অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সঙ্গীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ। নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যাপ্তিকালের। নাটকের গল্প এতটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে আবার শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব আছে শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্বও। আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালবাসা। আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা ও আছে মুক্তিযুদ্ধের মূল্যবোধও।
×