ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯০তম অস্কারের সেরা চলচ্চিত্র ‘দ্য শেইপ অব ওয়াটার’

প্রকাশিত: ০৭:০১, ৬ মার্চ ২০১৮

৯০তম অস্কারের সেরা চলচ্চিত্র ‘দ্য শেইপ অব ওয়াটার’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ সময় সোমবার ভোরে ডলবি থিয়েটার হলে ৯০তম একাডেমি এ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্কার খ্যাত একাডেমির এ্যাওয়ার্ডের ৯০তম আসরে ১৩ বিভাগে মনোনয়ন পেয়ে অনেকটাই আলোচনার শীর্ষে ছিল ‘দ্য শেইপ অব ওয়াটার’। এবারের আসরে গুয়ের্মো দেল তোরো পরিচালিত ‘দ্য শেইপ অব ওয়াটার’ চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের সম্মান পেয়েছে। অরিজিন্যাল স্কোর, প্রোডাকশন ডিজাইন, সেরা পরিচালকসহ ‘দ্য শেইপ অব ওয়াটার’ চলচ্চিত্রটিই শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ৯০তম অস্কার এ্যাওয়ার্ড জয় করল। এবার এই প্রতিযোগিতায় অন্য যে চলচ্চিত্রগুলো মনোনয়ন পেয়েছিল, ‘কল মি বাই ইয়োর নেইম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘ডানকার্ক’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘দ্য পোস্ট’ এবং ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’। সবাইকে পেছনে ফেলে বিশ্ব চলচ্চিত্রের সেরা সম্মান অর্জন করল কল্পবিজ্ঞানধর্মী প্রেমের এই চলচ্চিত্র ‘দ্য শেইপ অব ওয়াটার’। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর আধারিত, উইনস্টন চার্চিল পরিচালিত ‘ডার্কেস্ট আওয়ার’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার অস্কার এ্যাওয়ার্ড পেয়েছেন গ্যারি ওল্ডম্যান। ‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস ম্যাকডর্মান্ড। এক নজরে ৯০তম একাডেমি এ্যাওয়ার্ড : শ্রেষ্ঠ চলচ্চিত্র : ‘দ্য শেইপ অব ওয়াটার’ শ্রেষ্ঠ নির্মাতা : গুয়ের্মো দেল তোরো, ‘দ্য শেইপ অব ওয়াটার’ শ্রেষ্ঠ অভিনেতা : গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’ শ্রেষ্ঠ অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডর্মান্ড, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’ শ্রেষ্ঠপার্শ্ব অভিনেতা : স্যাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’ শ্রেষ্ঠপার্শ্ব অভিনেত্রী : এ্যালিসন জ্যানি, ‘আই, টনিয়া’ শ্রেষ্ঠ এ্যানিমেটেড চলচ্চিত্র : ‘কোকো’ শ্রেষ্ঠ বিদেশী ভাষার সিনেমা : ‘আ ফ্যান্টাসটিক উওমেন’ (চিলি) শ্রেষ্ঠ চিত্রনাট্য : ‘গেট আউট’ শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন : ‘দ্য শেইপ অব ওয়াটার’ শ্রেষ্ঠ স্কোর : ‘দ্য শেইপ অব ওয়াটার’ শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীত : রিমেম্বার মি- ‘কোকো’ শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা : লি স্মিথ-‘ডানকার্ক’ শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা : রিচার্ড কিং এবং এ্যালেক্স গিবসন-‘ডানকার্ক’ শ্রেষ্ঠ শব্দ সংযোজনা : ‘ডানকার্ক’ অস্কার মঞ্চের সামনে ওয়াইনস্টিনের মূর্তি : একাডেমি এ্যাওয়ার্ডস আসরের হলের সামনে ‘কাস্টিং কাউচ’ ওয়াইনস্টিনের মূর্তি প্রবল কৌতূহলের বিষয় হয়ে ওঠে। গত বছর অক্টোবরে ১২ অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অস্কার কমিটি থেকে বরখাস্ত করা হয় হলিউড প্রযোজক ও পরিবেশক হার্ভি ওয়াইনস্টিনকে। আর এ বছর অস্কার পুরস্কারের আগে, ‘হলিউড ওয়াক অব ফেম’-এর অদূরেই গত বৃহস্পতিবার বসে তার মূর্তি। গণমাধ্যম জানায়, অর্ধেক খোলা বাথরোব পরে, এক হাতে অস্কার এ্যাওয়ার্ড নিয়ে সোফায় বসে থাকা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত হার্ভি ওয়াইনস্টিনের। ‘কাস্টিং কাউচ’ নামের এই মূর্তিটি বসিয়েছে প্লাস্টিক জেসাস। ওয়াইনস্টিনের বিরুদ্ধে ওঠা কাস্টিং কাউচের অভিযোগকেই আবারও সবার সামনে নিয়ে এলো এই মূর্তিটি। এ এক অভিনব প্রতিবাদ। এই মূর্তি ঘিরে এখন ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা। প্রাথমিকভাবে ১২ স্বনামধন্য অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওয়াইনস্টিনকে অস্কার কমিটি থেকে বহিষ্কার করার পরে তার বিরুদ্ধে প্রায় ৬০ নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। বিশ্বের প্রায় সব চলচ্চিত্র উৎসব বা পুরস্কার প্রদান অনুষ্ঠানেই এই ঘটনার প্রতিবাদ দেখা গেছে। ৬৫ বছর বয়সী এই প্রভাবশালী প্রযোজক হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা। ‘দ্য কিংস স্পিচ’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘পাল্প ফিকশন’, ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’, ‘ম্যালেনা’র মতো বহু নামকরা চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। ওয়াইনস্টিনের সিনেমা এ পর্যন্ত তিন শ’র বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১ অস্কার। তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ওয়াইনস্টিনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত করা হয়েছে।
×