ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাল কিছু আর জুটল না জিমিদের কপালে!

প্রকাশিত: ০৬:৪৭, ৬ মার্চ ২০১৮

ভাল কিছু আর জুটল না জিমিদের কপালে!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘হায় রে! সারাজীবন এই সব ভাঙাচোরা গাড়িতেই আমাদের নিল। ভাল কিছু আর কপালে জুটল না।’ আক্ষেপ করে বলছিলেন জাতীয় হকি দলের এক খেলোয়াড়। আগামী ১১-১৭ মার্চ ওমানে অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকির বাছাইপর্বে খেলতে বাংলাদেশ দল আজ মঙ্গলবার রাতে বিমানযোগে ওমান রওনা হবে। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ জাতীয় হকি দলের সংবাদ সম্মেলন, নতুন জার্সি প্রদর্শন ও ফটোসেশন অনুষ্ঠিত হয় তেজগাঁওস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অবস্থিত বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) ও জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড় ও সাংবাদিকদের ওই অনুষ্ঠানস্থলে নিয়ে যেতে ভাড়া করা হয় ঢাকা-নারায়ণগঞ্জগামী পরিবহনের একটি নন-এসি বাস। সেই নিম্নমানের ভাঙাচোরা পরিবহনে উঠে বসবার সময়েই অভিমানী সুরে বলছিলেন তাদের জন্য যে সবসময়ই এমন মানের যাতায়াতের ব্যবস্থা করা হয়। নিজেদের মর্যাদা না পাওয়ার চাপা ক্ষোভ বেরিয়ে এলো তার কণ্ঠে। ক্ষোভ তো হবেই। ক্রিকেট, ফুটবল বা অন্য খেলোয়াড়রা যে এর চেয়ে ভাল যাতায়াত ব্যবস্থা পেয়ে থাকেন। তারাও জাতীয় দলের খেলোয়াড়। অন্যদের মতোই দেশের জন্য তো তারাও খেলেন লাল-সবুজ জার্সি গায়ে দিয়ে। তাদের অর্জন তো জাতীয় অর্জন হিসেবেই বিবেচিত হয়। তাই যথামর্যাদা প্রাপ্তিতে ব্যত্যয় হলে দুঃখ পাওয়াটাই স্বাভাবিক। আর সেই দুঃখেই জাতীয় দলের ১৪ খেলোয়াড়ই পরিবহনের এমন বেহাল দশা দেখে তাতে উঠলেনই না। বিকল্প ব্যবস্থা হিসেবে সিএনজি ও মোটরসাইকেলে চড়ে গন্তব্যস্থলে রওনা দেন। মাত্র আট খেলোয়াড় বাধ্য হয়ে ওঠেন বাসে। অসহ্য ট্রাফিক জ্যামে বিপর্যস্ত হয়ে আধঘণ্টার পথ পাড়ি দেন দুই ঘণ্টায়!
×