ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তরুণ ফুটবলার আস্তোরির অকাল মৃত্যুতে শোক

প্রকাশিত: ০৬:৪৭, ৬ মার্চ ২০১৮

তরুণ ফুটবলার আস্তোরির অকাল মৃত্যুতে শোক

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ৩১ বছর বয়স হয়েছিল তার। ইতালির জাতীয় দলের জার্সিতেও খেলেছেন ডিফেন্ডার ডেভিড আস্তোরি। সিরি এ লীগে ফিওরেন্টিনার হয়ে খেলছিলেন। রবিবার উদিনিসের বিপক্ষে ম্যাচ খেলার জন্য উদিনে ছিলেন দলের সঙ্গে। কিন্তু ম্যাচের আগের রাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে সকালেই ম্যাচটি স্থগিত করা হয়। তার মৃত্যুতে বেশ কষ্ট পেয়েছেন ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আস্তোরির এই অকাল মৃত্যু দারুণভাবে নাড়া দিয়েছে কোচ এ্যান্টোনিও কন্টেকেও। এ দু’জনই আস্তোরিকে ‘চমৎকার’ ও ‘মহৎ মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। ৩১ বছর বয়সী আস্তোরি বেশ সুস্থই ছিলেন। দলের সঙ্গে অনুশীলনও করেছেন শনিবার। উদিনিসের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে হোটেল রুমে ছিলেন। নিজের কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ডাক্তাররা কারণ হিসেবে হার্টএ্যাটাক শনাক্ত করেছেন। আস্তোরি মাত্র দুই বছর বয়সী এক কন্যা সন্তানের জনক ছিলেন। ইতালি জাতীয় দলের কোচ হিসেবে থাকা কন্টের অধীনে খেলেছেন আস্তোরি। তার মৃত্যুকে তিনি মর্মান্তিক আখ্যা দিয়ে বলেন, ‘এটা হৃদয় বিদারক ঘটনা এবং আমি সত্যিই অনেক বড় আঘাত পেয়েছি। এই মুহূর্তে তার পরিবারকে বলার জন্য সঠিক বাক্য খুঁজে পাওয়া বেশ দুষ্কর। আমি তাকে জাতীয় দলে পেয়েছিলাম। সে দারুণ একজন খেলোয়াড় ছিল এবং তারচেয়ে বড় কথা দারুণ একজন মানুষ ছিল। আমি তার স্ত্রী, কন্যা ও বাবা-মায়ের খুব কাছাকাছি ছিলাম। মাত্র ৩১ বছর বয়স ছিল তার এবং এই অবস্থা ব্যাখ্যা করা খুব কঠিন।’ তার সতীর্থ বুফনও আস্তোরিকে ‘মহান ব্যক্তি’ বলে দাবি করেছেন। পরস্পরের ক্লাব মুখোমুখি হওয়ার সময় নিজেদের মধ্যে একটি ছোট পতাকা বিনিময় করার ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন বুফন। সেখানে তিনি লিখেছেন, ‘বিদায় প্রিয় আস্তো!’ বুফন জানিয়েছেন তিনি সাধারণত এ ধরনের ঘটনায় নিজে থেকে কোন মন্তব্য করতে অভ্যস্ত নয়। কারণ ঠিক বুঝে উঠতে পারেন না কি বলা উচিত। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার অভ্যাসের বাইরে একটা কিছু করছি কারণ তার একটা অল্প বয়সী স্ত্রী আছে এবং একটি ছোট্ট শিশু আছে। যারা তার ঘনিষ্ঠজন সবাই এখন বড় রকমের দুর্ভোগের মধ্যে পড়বে। তার ছোট্ট কন্যার জানা উচিত যে তার বাবা একজন ভাল মানুষ ছিলেন এবং একজন মহান মানুষ ছিলেন।’
×