ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিরোপার খুব কাছে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ০৬:৪৬, ৬ মার্চ ২০১৮

শিরোপার খুব কাছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। রবিবার তারা ১-০ গোলে হারিয়েছে চেলসিকেও। বর্তমান চ্যাম্পিয়নদের পরাজিত করে লীগ শিরোপা পুনরুদ্ধারে আরও এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে সিটিজেনদের ব্যবধান বেড়ে দাঁড়াল ১৮। এর ফলে বড় কোন অঘটনের শিকার না হলে পেপ গার্ডিওলার শিষ্যদের লীগ শিরোপা জয়ের উৎসবের জোয়ারে ভাসাটা এখন কেবলই সময়ের ব্যাপার। তবে ম্যানচেস্টার সিটির জয়ের দিনে হতাশ করেছেন আর্সেনাল। ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশাও শেষ হয়ে গেছে আর্সেন ওয়েঙ্গারের। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন চেলসিকে স্বাগত জানায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। তবে দ্বিতীয়ার্ধ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যেই বার্নার্ডো সিলভার গোলে সিটির জয় নিশ্চিত হয়। ডেভিড সিলভার ক্রস থেকে বল পেয়ে দারুণ এক গোল করে স্বাগতিকদের জয় উপহার দেন সিলভা। সিটির জয়ের ফলে এই নিয়ে লীগে গত পাঁচ ম্যাচের চারটিতেই পরাজয়ের স্বাদ পেল এন্টনিও কন্টের দল। শুধু তাই নয়, ব্লুজদের শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার শঙ্কাটাও বেড়ে গেল। সেই সঙ্গে ইতালিয়ান কোচের নেতিবাচক মনোভাবটাও আরও প্রশ্নের মুখোমুখি হয়েছে। স্বীকৃত সেন্টার ফরোয়ার্ড আলভারো মোরাতা ও অলিভার জিরুদকে বদলি বেঞ্চে বসিয়ে মূলত কি প্রমাণ করতে চেয়েছেন তিনি ফুটবলবোদ্ধাদের মধ্যে সেটা নিয়েই চলছে এখন জল্পনা-কল্পনা।তবে চেলসিকে হারানোয় শিরোপা জয়ের মিশনে সিটিকে এখন শেষ ৯ ম্যাচের মধ্যে সর্বোচ্চ চারটিতে জয় লাভ করতেই হবে। এবারের মৌসুমে সিটিজেনরা যে ধরনের উচ্চতায় নিজেদের নিয়ে গেছেন তাতে এই লক্ষ্য যে খুব একটা কঠিন হবে না তা সহজেই অনুমেয়। এদিকে ভাগ্য বদলের আশায় এবার দলটাকে একটু নতুন করে সাজিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। কিন্তু এবারও সেই একই চিত্রনাট্য! ইংলিশ লীগ কাপের ফাইনালে উঠে জয়ের আশা তৈরি করলেও কয়েকদিন আগেই সেটা হাতছাড়া করে ফেলেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশাও প্রায় শেষ। তবে রবিবার আরও একটা ধাক্কা খেল ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসের অন্যতম সফল ক্লাবটি। তুলনামূলক দুর্বল দল ব্রাইটনের কাছে ২-১ গোলে লজ্জাজনকভাবে হেরেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ১৯৮২ সালের পর এই প্রথম আর্সেনালকে হারাল ব্রাইটন! তিন যুগ পর ব্রাইটনের কাছে হারায় লীগ টেবিলের চার নাম্বারে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়েও এই মুহূর্তে ১৩ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। এই হারের ধাক্কা কী সামলে উঠতে পারবেন ক্লাবটির অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গার? ব্রিটিশ গণমাধ্যমে এ নিয়েই চলছে ব্যাপক গুঞ্জন। কেউ কেউ আবার গানারদের জন্য নতুন কোচের নামেরও তালিকা করে ফেলেছে! তবে আর্সেনালের রক্ষণসৈনিক লরেন্ট কোসিয়েলনি অবশ্য দলের এমন পরিস্থিতির জন্য একা ওয়েঙ্গারের উপর দায় চাপাচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচের নাকি খেলোয়াড়দের দোষ তা বলাটা খুব কঠিন। আমি বলব, খেলোয়াড় হিসেবে আমাদেরও দায় আছে। আমাদের সকলেরই এক হওয়া উচিত।’ ব্রাইটনের সঙ্গে জিততে না পারায় টানা চার ম্যাচে হেরেছে আর্সেনাল। যা ২০০২ সালের পর প্রথম ঘটনা। প্রিমিয়ার লীগে তাদের আর মাত্র ৯ ম্যাচ বাকি। শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে হলে লন্ডনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং চেলসির পয়েন্ট হারাতে হবে। পারবে কী গানাররা?
×