ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসির ৬০০ গোলের মাইলফলকে জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৪৬, ৬ মার্চ ২০১৮

মেসির ৬০০ গোলের মাইলফলকে জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণভোমরা লিওনেল মেসির অসাধারণ গোলে স্প্যানিশ লা লিগায় গুরুত্বপুর্ণ জয় পেয়েছে বার্সিলোনা। রবিবার রাতে ন্যুক্যাম্পে অতিথি এ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। ফ্রিকিক থেকে জয়সূচক গোলটি করেন মেসি। এর মধ্য দিয়ে আর্জেন্টাইন অধিনায়ক ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। এই জয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দৌড়েও এগিয়ে গেছে কাতালানরা। ২৭ ম্যাচে সর্বোচ্চ ৬৯ পয়েন্ট তাদের। ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো মাদ্রিদ। তিন নম্বরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪। ২০১৪ সালে শিরোপা জেতা এ্যাটলেটিকো এরপর আর কোন শিরোপা জেতেনি। এই ম্যাচে জিততে পারলে হয়ত একটা সম্ভাবনা থাকত। কিন্তু কোচ দিয়াগো সিমিওনের অতিরিক্ত সতর্কতামূলক কৌশল হিতে বিপরীত হয়েছে। থমাস পার্টের দূর পাল্লার শট এ্যাটলেটিকোর হয়ে একমাত্র সুযোগ সৃষ্টি করেছিল। যদিও সিমিওনে আক্রমণভাগে দুটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন। তারপরও বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের জন্য কোন ধরনের হুমকি তারা হতে পারেনি। সফরকারীদের হয়ে শেষ ভাগে কেভিন গামেইরোর গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। এর আগে অবশ্য লুইস সুয়ারেজকে থামিয়ে দেন সহকারী রেফারি। স্টপেজ টাইমে সুয়ারেজের আরেকটি সুযোগ ব্যর্থ হলে বড় ব্যবধানে জয় পাওয়া হয়নি স্বাগতিকদের। আগের দুই ম্যাচে এ্যাটলেটিকো সেভিয়াকে ৫-২ ও লেগানেসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল। সব ধরনের প্রতিযোগিতায় টানা আট জয় নিয়ে তারা ক্যাম্প ন্যু সফরে গিয়েছিল। তার উপর বার্সার থেকে একদিন বেশি বিশ্রাম পেয়েছিল। অন্যদিকে রেলিগেশন হুমকিতে থাকা লাস পালমাসের সঙ্গে বৃহস্পতিবার বার্সা ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায়। দুই দলের কোচ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছিল। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে রেকর্ড চুক্তিতে দলে নেয়া ফিলিপ কুটিনহোকে মূল একাদশে নামান। কিন্তু প্রথমার্ধে ইনজুরির কারণে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে হারাতে হয় বার্সাকে। তার স্থানে খেলতে নামেন বিতর্কিত আন্দ্রে গোমেজ। প্রত্যাশার চাপে থাকা এ্যাটলেটিকো শুরু থেকেই বার্সিলোনার পুরো দলকে না সামলে শুধুমাত্র মেসিকে আটকানোর প্রচেষ্টায় ব্যস্ত ছিল। যদিও আর্জেন্টাইন এই তারকার ফ্রিকিক আটকানোর কৌশল নিয়ে তারা কাজ করেনি। আর তাতেই সফল বার্সা- অতীতের মতোই সেট-পিস এই ধরনের গোল থেকে যেভাবে বার্সিলোনাকে জয় উপহার দিয়েছেন মেসি। ২৬ মিনিটে দর্শনীয় গোলটি করেন তিনি। প্রায় ২৫ গজ দূর থেকে চমৎকার বাঁকানো ফ্রিকিকে গোলটি করেন মেসি। চলতি লীগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২৪তম গোল। স্পেনের শীর্ষ লীগে চলতি মৌসুমের পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সিলোনা ও আর্জেন্টিনা ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সিলোনার হয়ে ৫৩৯ ও দেশের হয়ে ৬১ গোল করেছেন ৩০ বছর বয়সী মেসি। অসাধারণ কীর্তির পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ কোচ সিমিওনে। তিনি বলেন, মেসি স্পেশাল একজন খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিয়েছে। যদি আমরা মেসিকে পেতাম এবং এ্যাটলেটিকোর জার্সি গায়ে খেলাতাম তাহলে এই ম্যাচে ১-০ গোলে জিততাম আমরা। এটা সমান-সমান একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা খেলায় পিছিয়ে ছিলাম বলে আমি মনে করি না। অবশ্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত আমরা আমাদের সেরাটা দেখিনি।
×