ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ ওমান যাচ্ছে হকি দল

প্রকাশিত: ০৬:৪৫, ৬ মার্চ ২০১৮

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ ওমান যাচ্ছে হকি দল

রুমেল খান ॥ আগামী ১১-১৭ মার্চ ওমানে অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকির বাছাইপর্বে খেলতে বাংলাদেশ দল আজ মঙ্গলবার রাতে বিমানযোগে ওমান রওনা হবে। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ জাতীয় হকি দলের সংবাদ সম্মেলন, নতুন জার্সি প্রদর্শন ও ফটোসেশন অনুষ্ঠিত হয় তেজগাঁওস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাহফের সভাপতি এয়ার চীফ মার্শাল আবু ইসরার, সাধারণ সম্পাদক আবদুস সাদেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর উর্ধতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জাতীয় দলের দুই সেট নতুন জার্সি প্রদর্শন করা হয় এছাড়া বাহফেকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা এবং একেএম মমিনুল হক সাঈদসহ বাহফের দুই সহ-সভাপতি ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা অনুদান প্রদান করেন। দলের অধিনায়ক এবং তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি বলেন, ‘গত কয়েকদিন ধরে বাবাকে মনে করছি। প্রত্যেকটা টুর্নামেন্ট যখন খেলতে যেতাম, বাবা অসুস্থ ছিল, তখন বাবার পা ধরে সালাম করতাম আর বলতাম বাবা আমি খেলতে যাচ্ছি। তখন জানতে চাইত কতদিনের জন্য। কান্নাকাটি করত। কিন্তু এখন আর উনি নেই। এখন কবরস্থানে গিয়ে দোয়া চাইতে হবে। এই জিনিসটা সবচেয়ে বেশি মিস করব যে আমার প্রত্যেকটা খেলার খবর আমার বাবা রাখতেন, নিজেও যোগাযোগ করতেন। এটা আসলে কষ্টদায়ক। তারমাঝেও এখন এটা মেনে নিতে হবে। আজ পর্যন্ত এখানে আমার যা অবস্থা তার সবটুকু আমার বাবা এবং পরিবারের জন্য। এটা আমার জন্য কষ্ট হলেও আশা করব দেশের জন্য যা কিছু করার তা করতে পারব। যদি চ্যাম্পিয়ন হতে পারি, একজন অধিনায়ক হিসেবে এটা আমার বাবাকে উৎসর্গ করব। আমাদের দলের মধ্যেও এটা নিয়ে আলোচনা হয়েছে।’ জিমি আরও বলেন, ‘আমাদের ট্রেনিং ভাল হয়েছে। শেষ টুর্নামেন্টে যে ভুলগুলো হয়েছে, সেগুলো ওভারকাম করা হয়েছে। আশা রাখি যে সেরাটা মেলে ধরতে পারি, নিজেদের কাজটা নিজেরা করতে পারি, দায়িত্ব নিয়ে খেলতে পারি, তাহলে অবশ্যই জয় নিশ্চিত হবে। এবং আমারও টার্গেট হলো চ্যাম্পিয়ন হওয়া। ওমান ঘরের মাঠে অনেক শক্তিশালী। কিন্তু তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। একসময় তো ওমানকে আমরা ৬-৭ গোলে হারাতাম। এখন চিত্রটা পাল্টে গেছে। তারপরেও এবার তাদের হারিয়ে আমরা শিরোপা জিততে পারব।’ দলের সিনিয়র খেলোয়াড় এবং তারকা ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন বলেন, ‘এসব টুর্নামেন্টে আমরা বরাবরের মতোই চ্যাম্পিয়নের লক্ষ্যে খেলি এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। তবে এবারের অবস্থাটা একটু অন্যরকম। কারণ ওমান নিজেদের ঘরের মাটিতে খেলবে। আপনারা দেখেছেন এশিয়া কাপে এখানে এসেও কত ভাল পারফর্মেন্স করেছে তারা। এবার তারা নিজেদের ঘরের মাঠে খেলবে। ওদের কোচও অনেক ভাল। তবে কোচ হারুন ভাইয়ের অধীনে এসব কোয়ালিফাইংয়ে যত খেলা হয়েছে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি। এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাব এবং চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরব।’ কোচ মাহবুব হারুন বলেন, ‘প্রথম টার্গেট হলো কোয়ালিফাইং করা। আর দ্বিতীয়টি হলো চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসে খেলতে চাই। আমাদের প্রস্তুতি প্রায় এক-দেড় মাসের মতো হয়েছে। শুধু প্র্যাকটিস ম্যাচ খেলতে পারিনি। সেই প্র্যাকটিস ম্যাচ আমরা ৭ তারিখে ওমানে গিয়ে কাজাখাস্তানের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় খেলব। ওমান-বাংলাদেশ একই রকম টিম বর্তমানে। তারপরেও তাদের হারানোর ক্ষমতা আছে। ইনশাল্লাহ এবার আমরা ওদের হারিয়েই চ্যাম্পিয়ন হব। ওখানে ফ্লাডলাইটেরই খেলা। শুধু আফগানিস্তান ছাড়া বাকি ম্যাচ দুটি ফ্লাডলাইটের আলোতে খেলব আমরা। এই কারণে আমরা ফ্লাডলাইটে এখানে অনুশীলন করেছি।’ হারুন আরও বলেন, ‘যে তিনটি জায়গায় আমরা তিনটা নতুন খেলোয়াড় নিয়েছি। তাদের ওপর আস্থা আছে বলেই তো নিয়েছি। সিলেকশন কমিটি এবং আমরা তিন কোচ মিলে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানেই সুযোগ নতুনদের কিছু করে দেখানোর। মিমো, রানা এবং পিন্টুকে আমরা তো বাদ দেইনি। ওরা তো আপাতত বিশ্রামে আছে। যদি পরবর্তীতে ভাল করে তাহলে তাদের নেব।’ এ উপলক্ষে কদিন আগেই ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাহফে। শুরুতে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ছিল। এরপর কমিয়ে আনা হয় ২৮ জনে। দলে সবচেয়ে বড় চমক স্ট্রাইকার পুস্কর ক্ষিসা মিমোর বাদ পড়া। দলে নতুন মুখ দ্বীন ইসলাম ইমন। যে চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে, তারাও সবাই নতুন। ১৮ আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এশিয়ান গেমস। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়বে ১২ দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩০তম। বাংলাদেশের গ্রুপে থাকা হংকং আছে ৪৫ নম্বরে। থাইল্যান্ড ৪৭ নম্বরে। আফগানিস্তান ও ইন্দোনেশিয়া এখনও র‌্যাঙ্কিংয়ের আওতাতেই আসেনি! বাংলাদেশের চূড়ান্ত দল ॥ অসীম গোপ, আবু সায়েদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মামুনুর রহমান চয়ন, সারওয়ার হোসেন, রোমান সরকার, হাসান যুবায়ের, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন। স্ট্যান্ডবাই: বিপ্লব কুজুর, মনোজ বাবু, মাহবুব হোসেন, মোঃ মহসিন।
×