ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৪৪, ৬ মার্চ ২০১৮

দাপুটে জয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ডারবান টেস্টে দাপুটে জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্টিভেন স্মিথের দল। চতুর্থ দিনেই জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেছিল অতিথিরা। প্রোটিয়াদের শেষ ব্যাটসম্যানকে আউট করে সোমবার পঞ্চম ও শেষ দিনে আনুষ্ঠানিকতা সারতে লেগেছে আর ২২টি বল। জয়ের জন্য ৪১৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে গিয়ে ফাফ ডুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকা অলআউট ২৯৮ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল মাত্র ১৬২। অস্ট্রেলিয়া ৩৫১/১০ ও ২২৭/১০। ৫+৪ মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অসি তারকা পেসার মিচেল স্টার্ক। দুর্দান্ত এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্মিথ বাহিনী। তবে বিবাদে জড়িয়ে আর সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। ড্রেসিং রুমের সিঁড়িতে দু-জনের তেড়ে-ফুঁড়ে ওঠার ওই সিসিটিভি-ফুটেজ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পোর্ট এলিজাবেথে শুক্রবার শুরু চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। কিংসমিডে সোমবার ৯ উইকেটে ২৯৩ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল আরও ১২৪ রান। ৫ রান যোগ করতেই থেমে যায় প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। লম্বা সময় ধরে প্রতিরোধ গড়া কুইন্টন ডি’ কককে এলবিডব্লিউ করে ম্যাচের ইতি টানেন পেসার জশ হ্যাজলউড। আগের দিনের ব্যক্তিগত ৮১ রানের সঙ্গে আর দুই রান যোগ করে ফিরে যান ডি’ কক। ৪১৭ রানের লক্ষ্য তাড়ায় ২৯৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। বিশাল লক্ষ্য তাড়ায় একপ্রান্ত আগলে রেখেছিলেন এইডেন মার্করাম। অন্যপ্রান্তে দ্রুত ফিরে যান ডিন এলগার, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও অধিনায়ক ডুপ্লেসিস। চার ব্যাটিং ভরসার কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। টিউনিস ডি ব্রুইনের সঙ্গে ৮৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মারক্রাম। ৩৬ রান করা টিউনিসকে ফিরিয়ে জমে উঠা জুটি ভাঙেন জশ হ্যাজেলউড। ষষ্ঠ উইকেটে ডি’ ককের সঙ্গে মারক্রামের ১৪৭ রানের জুটি ম্যাচে ফেরায় দক্ষিণ আফ্রিকাকে। কোন ভাবেই জমে যাওয়া জুটি ভাঙতে পারছিলেন না স্টিভেন স্মিথ। রবিবার চতুর্থ দিনের শেষ দিকে সাফল্য এনে দেন মিচেল মার্শ। উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তৃতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া মার্করাম। ডানহাতি ওপেনার ২১৮ বলে ১৯ চারে ফিরেন ১৪৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে। মার্করামের বিদায়ের পর এক ওভারে ভারনন ফিল্যান্ডার, কেশভ মহারাজ ও কাগিসো রাবাদার উইকেট নিয়ে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করার আশা জাগান মিচেল স্টার্ক। ৭৫ রানে ৪ উইকেট নিয়ে এই বাঁহাতি পেসারই দলের সেরা বোলার। দিনের আলো কমে আসায় পেসারদের ব্যবহারের সুযোগ ছিল না। স্পিনার দিয়ে চেষ্টা করেছিলেন স্মিথ। কিন্তু ৭ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা মাটি কামড়ে পার করে দেয় সময়টা। অবিচ্ছিন্ন দশম ওভারে ৯ ওভারে মাত্র ৩ রান তুলেছিলেন ডি’ কক-মরকেল। সোমবার শেষ দিনের সকালে ১৪৯ বলে ১১ চারে ৮৩ রান করা ডি’ ককের আউটেই শেষ হয় প্রোটিয়াদের অসম্ভব লড়াই। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩৫১/১০ (১১০ ওভার; আগের দিন ২২৫/৫; মিচেল মার্শ ৯৬, পেইন ২৫, কামিন্স ৩, স্টার্ক ৩৫, লায়ন ১২, হ্যাজেলউড ২*; মর্কেল ০/৭৫, ফিল্যান্ডার ৩/৫৯, মহারাজ ৫/১২৩, রাবাদা ২/৭৪, মারক্রাম ০/২, ডি ব্রুইন ০/৬) ও দ্বিতীয় ইনিংস : ২২৭/১০ (ওভারে ৭৪.৪ ওভার; ব্যানক্রফট ৫৩, ওয়ার্নার ২৮, খাজা ৬, স্মিথ ৩৩, শন মার্শ ৩৩, মিচেল মার্শ ৬, পেইন ১৪, কামিন্স ২৬, স্টার্ক ৭, লেয়ন ২, হ্যাজলউড ৯*, মরকেল ৩/৪৭, ফিল্যান্ডার ০/৩৫, মহারাজ ৪/১০২, রাবাদা ২/২৮, এলগার ১/১০) দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১৬২/১০ (৫১.৪ ওভার; এলগার ৭, মারক্রাম ৩২, আমলা ০, ডি ভিলিয়ার্স ৭১*, ডুপ্লেসিস ১৫, ডি ব্রুইন ৬, ডি’ কক ২০, ফিল্যান্ডার ৮, মহারাজ ০, রাবাদা ৩, মর্কেল ০; স্টার্ক ৫/৩৪, হ্যাজেলউড ১/৩১, লায়ন ৩/৫০, কামিন্স ১/৪৭) ও দ্বিতীয় ইনিংস : ২৯৮/১০ (৯২.৪ ওভার; মার্করাম ১৪৩, এলগার ৯, আমলা ৮, ডি ভিলিয়ার্স ০, ডুপ্লেসিস ৪, ডি ব্রুইন ৩৬, ডি’ কক ৮৩, ফিল্যান্ডার ৬, মহারাজ ০, রাবাদা ০, মরকেল ৩*; স্টার্ক ৪/৭৫, হ্যাজলউড ৩/৬১, লেয়ন ০/৮৬, কামিন্স ১/৪৭, মিচেল ১/২১, স্মিথ ০/৩) ফল ॥ অস্ট্রেলিয়া ১১৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ চার টেস্টের সিরিজ অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে।
×