ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে লড়াই শুরু

প্রকাশিত: ০৬:৪৪, ৬ মার্চ ২০১৮

শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে লড়াই শুরু

শাকিল আহমেদ মিরাজ ॥ আয়োজক শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে নিদাহাস টি২০ ট্রফির লড়াই। যেখানে তৃতীয় দল বাংলাদেশ। স্বাভাবিক ভাবে ভারতেরই ফেবারিট হওয়ার কথা। কিন্তু টানা খেলার ধকল সামলাতে এবং আইপিএল সামনে রেখে অধিনায়ক বিরাট কোহলিসহ পাঁচ-ছয়জন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। অনেকটা আনকোড়া এই দলের নেতৃত্বে আছেন রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে নিজেদের পাইপলাইন কতটা শক্তিশালী, সেটিই দেখে নিতে চাইছে ভারতীয় ম্যানেজমেন্ট। অন্যদিকে বাংলাদেশ সফরে ত্রিদেশীয় ওয়ানডে, টাইগারদের সঙ্গে টেস্ট ও টি২০ সাফল্য দিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে ওই দলের প্রায় সবাই আছেন। খেলাটা টি২০ বলেই নিজেদের ফেবারিট মানতে রাজি নন কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। সব মিলিয়ে তারুণ্য নির্ভর ভারতের সঙ্গে ইনফর্ম লঙ্কানদের লড়াইটা জমবে বেশ। আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ভারত, আট নম্বরে শ্রীলঙ্কা। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ২-১এ সিরিজ জয় করে ভারত। কোহলির অনুপস্থিতিতে যেখানে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে নেতৃত্ব দিয়েছেলন এই রোহিত শর্মাই। আর বাংলাদেশ সফরে টি২০ সিরিজে টাইগারদের ২-০তে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। এ্যাঞ্জেলা ম্যাথুসের ইনজুরির কারণে নিদাহাস ট্রফিতেও স্বাগতিকদের নেতৃত্বে থাকছেন দিনেশ চান্দিমাল। ক্যাম্পে ডাকা ২০ জনের মধ্য থেকে ৫ জনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করে লঙ্কানরা। যেখানে ঠাঁই হয়নি তারকা পেসার লাসিথ মালিঙ্গার। খারাপ পারফর্মেন্সের কারণে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলাও। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়াবেন কুশল পেরেরা। ইনজুরির কারণে নেই অসেলা ?গুণারতেœ ও শিহান মাদুশঙ্কাও। তবে ব্যাটিংয়ে চান্দিমাল পাচ্ছেন অভিজ্ঞ উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস ও থিসারা পেরেরাকে। বোলিংয়ে সহ-অধিনায়ক সুরাঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা, স্পিনার আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভাদের নিয়ে স্পিন আক্রমণ বেশ বৈচিত্রপূর্ণ। অন্যদিকে অধিনায়ক কোহলির পাশাপাশি বিশ্রামের কারণে ভারত দলে নেই অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি, তারকা অলরাউন্ডার হারদিক পান্ডিয়া, পেসার ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও স্পিনার কুলদিপ যাদব। মূল অধিনায়কের অনুপস্থিতিতে এ পর্যন্ত সব মিলিয়ে নানা সময়ে ৩ ওয়ানডে ও ৪টি টি২০তে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। নিদাহাস টি২০ সিরিজে তার ডেপুটি করা হয়েছে শিখর ধাওয়ানকে। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ ম্যাচটি ছাড়া সব ম্যাচেই খেলেছেন কোহলি। পারফর্ম করেছেন দুর্দান্ত। শারীরিক ও মানসিক ক্লান্তি থেকে দূরে রাখতেই তাকে দেয়া হয়েছে বিশ্রাম। আর ধোনি বিশ্রাম চেয়েছেন নিজেই। পাঁচ জনের বিশ্রামে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ, পেসার মোহাম্মদ সিরাজ, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর এবং ব্যাটসমান দিপক হুদা। ২০ বছর বয়সী পন্থ ভারতের হয়ে দুটি টি২০ খেলেছেন। সম্প্রতি ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৯৫.৭১ স্ট্রাইক রেটে ৪১১ রান করেছেন তিনি। এক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৩২ বলে, টি২০’র যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। হুদা ও শঙ্কর বেশ কিছুদিন ধরেই ভারত ‘এ’ দলের নিয়মিত মুখ। পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটেও। দু’জনই আগে ডাক পেয়েছেন জাতীয় দলে, তবে খেলার সুযোগ পাননি এখনও। সিরাজ ভারতের হয়ে খেলেছেন দুটি টি২০। সম্প্রতি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনবার ৫ উইকেটসহ। ১৮ বছর বয়সী ওয়াশিংটন খেলেছেন ১টি করে ওয়ানডে ও টি২০। ভারতীয় বোলিং কোচ বরুণ অনুরুন বলেন, ‘এই টুর্নামেন্টে তরুণদের সামর্থ্য যাচাই করে নেয়ার সেরা সুযোগ। পেস আক্রমণে ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ সব ফরমেটের জন্য তৈরি। এবার মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদড়দের দেখে নেয়ার পালা। ওদেরও নিজেদের প্রমাণের সুযোগ।’ তিনি আরও যোগ করেন, ‘সামনে ঘরোয়া আইপিএল, এরপর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সফর মিলিয়ে সামনে অনেক বড় মৌসুম। হঠাৎ কেউ চোটে পড়লে যাতে সমস্যা না হয় সেজন্য এখান থেকে পারফর্মার তৈরি হবে।
×