ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্যারিসে নড়বড়ে পিএসজির সামনে টগবগে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:৪২, ৬ মার্চ ২০১৮

প্যারিসে নড়বড়ে পিএসজির সামনে টগবগে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ অন্যান্য আসরে ভাল সময় না গেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা চলমান মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামার অপেক্ষায়। আজ রাতে ফ্রান্সের প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হচ্ছে অতিথি রিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতে শেষ আটে খেলার পথে এগিয়ে আছে জিনেদিন জিদানের দল। প্রথম লেগে হারের কারণে টুর্নামেন্টে টিকে থাকতে হলে পিএসজিকে অবিশ্বাস্য কিছুই করতে হবে। দলটি বর্তমানে বেশ চাপে আছে। কেননা তাদের সেরা তারকা নেইমারকে ছাড়াই খেলতে হবে। ব্রাজিলিয়ান সুপারস্টার পায়ের ইনজুরির পর অস্ত্রোপচার করেছেন। এখন তিনি কমপক্ষে তিন মাসে মাঠের বাইরে থাকবেন। এ কারণে আজ রাতে ম্যাচে ডি মারিয়া, এডিনসন কাভানিদেরই দায়িত্ব নিয়ে খেলতে হবে। রিয়ালের কিছুটা চোট সমস্যা থাকলেও তারা তাদের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফর্ম অবস্থায় পাচ্ছে। লা লিগার সবশেষ ম্যাচেও তিনি জোড়া গোল করেছেন। পিএসজির বিপক্ষে আগের লেগেও তিনি দুই গোল করেন। এবারও সি আর সেভেনের দিকে স্পটলাইট থাকছে। আজ রাতে কোয়াট্র্ার ফাইনাল নিশ্চিত করার মিশনে মাঠে নামছে ইংলিশ ক্লাব লিভারপুলও। নিজেদের মাঠ এ্যানফিল্ডে পর্তুগীজ ক্লাব পোর্তের বিপক্ষে খেলবে দ্য রেডসরা। প্রথম লেগে পোর্তোর মাঠে ৫-০ গোলে জিতে শেষ আটে এক পা দিয়ে রেখেছে জার্গেন ক্লপের দল। প্রথম লেগে রিয়ালের মাঠে এগিয়ে যেয়েও তিন গোল হজম করে পিএসজি। ম্যাচ শেষে দলটির কোচ উনাই এমেরি বলেছিলেন বাজে রেফারিংই তাদের হারের কারণ। ফিরতি লেগেও রেফারিং নিয়ে দুশ্চিন্তায় তারা। এ নিয়ে তার অভিযোগ, প্রথম লেগে ম্যাচ রেফারি রচ্চি রিয়াল মাদ্রিদের পক্ষে বাঁশি বাজিয়েছেন। দ্বিতীয় লেগে এমন পক্ষপাতদুষ্ট রেফারি দিয়ে যাতে ম্যাচ পরিচালনা করা না হয় এজন্য অনুরোধ করেছেন তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, এটা (প্রথম লেগ) কেবল খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ কোন ম্যাচ ছিল না। বাইরে থেকেও ম্যাচের ওপর প্রভাব ছিল। আমরা কোন অজুহাত দিচ্ছি না। তবে এমনটাই ঘটেছে। এটা শুধু এ ম্যাচেই নয়, গত মৌসুমেও একই চিত্র ছিল। এমেরি প্রশ্ন তোলেন, কেন তাদের সঙ্গেই বারাবর এমনটা ঘটবে। তিনি সবচেয়ে ভাল রেফারিকে দিয়ে ম্যাচ পরিচালনা করার জোর দাবি জানান। সেরা তারকা নেইমার না থাকলেও জিততে আশাবাদী পিএসজি। আচমকা ইনজুরিতে পড়ে এই মৌসুমের জন্য মাঠের বাইরে নেইমার। স্বপ্ন বাস্তবায়নের পথে পিএসজির সবচেয়ে বড় ধাক্কা এটি। তবুও আশা হারাতে রাজি নয় পিএসজি। তাদের আশা, নেইমারকে ছাড়াও ঘরের মাঠে তারা হারাতে পারবে রিয়ালকে। পিএসজির ক্লাব চেয়ারম্যান নাসের আল খলিফা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পিএসজির ক্ষমতা আছে, নেইমারকে ছাড়াও রিয়াল মাদ্রিদকে পরাজিত করার। কাতারি এই ধনকুবের বলেন, অবশ্যই আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। যদি তাই না হয়, তাহলে আমরা কিভাবে খেলব? আমরা এখনও যে দল, অবশ্যই রিয়ালকে হারানোর ক্ষমতা রাখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এবং খেলোয়াড়রা মানসিকভাবে খুবই শক্তিশালী। এটা এখনও দেখিয়ে যাচ্ছে তারা। সবাই এই ম্যাচের জন্য প্রস্তুত এবং তারা খেলতে চায়। এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাসের আল খলিফার প্রত্যাশা, তারা চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী রাউন্ডে যেতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হতে পারব। সমর্থক এবং খেলোয়াড়রা সবাই এক। আমরা এগিয়ে যাব। আমি আবারও বলব, আমাদের কাছে সে ধরনের খেলোয়াড় এবং দল আছে।
×