ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলম্বোয় আজ শুরু ত্রিদেশীয় টি২০ সিরিজ, বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহদের প্রথম ম্যাচ

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিদাহাস ট্রফি

প্রকাশিত: ০৬:৪১, ৬ মার্চ ২০১৮

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিদাহাস ট্রফি

মোঃ মামুন রশীদ ॥ গত বছর দক্ষিণ আফ্রিকা সফর থেকে হুট করেই ছন্দপতনের শুরু যার ধাক্কা এবার ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রকট আকার ধারণ করে। খুব বাজেভাবে লঙ্কানদের কাছে নতি স্বীকার করে স্বাগতিক বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা ওই দক্ষিণ আফ্রিকা সফর থেকেই টি২০ দলে নেই- অবস্থা বেগতিক দেখে আবার তাকে অবসর ভাঙ্গিয়ে ফেরানোর জোর প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেরেননি তিনি, তাই ইনজুরি আক্রান্ত টি২০ অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই এবার শ্রীলঙ্কার মাটিতে অগ্নিপরীক্ষার সামনে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। তিনি নিজেও বলেছেন, শ্রীলঙ্কার আয়োজিত নিদাহাস ত্রিদেশীয় টি২০ সিরিজ বাংলাদেশের সামর্থ্য প্রমাণের মঞ্চ। অস্তিত্ব ও মর্যাদা রক্ষার চ্যালেঞ্জ বাংলাদেশ দলের শুরু হবে বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে এর আগেই আজ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এ ত্রিদেশীয় আসর। ওয়ানডে ক্রিকেটে বেশ আগেই নিজেদের একটা অবস্থান তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু অন্য দুই ফরমেটে তা পারেনি। দীর্ঘ পরিসরের টেস্ট ক্রিকেট এবং ক্ষুদ্রতম পরিসরের টি২০ ক্রিকেটে নিজেদের এখন পর্যন্ত ভাল অবস্থানে নিয়ে যেতে পারেনি বাংলাদেশ দল। তবে মাঝে পরিস্থিতি বদলাচ্ছিল। এ দুই ফরমেটেও বেশ ভাল দলে পরিণত হচ্ছিল। কিন্তু সেই অবস্থা এখন নাজুক। এবার ঘরের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খুব ভাল শুরু করলেও পরে আর মাথা উঁচু করে দাঁড়ানো দূরে থাক খুব বাজেভাবে নাস্তানাবুদ হয়েছে। এরপর টেস্ট সিরিজেও হেরেছে এবং ২ ম্যাচের টি২০ সিরিজেও কোন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। আর যাদের কাছে এমন পরিণতি সেই শ্রীলঙ্কা গত দেড় বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটে রীতিমতো ধুঁকছিল। তারা এখন বাংলাদেশ মিশনে প্রায় শতভাগ সাফল্য পেয়ে উজ্জীবিত একটি দল। অথচ তাদেরকেই গত বছর এপ্রিলে টি২০ ম্যাচে ৪৫ রানে হারিয়ে দিয়েছিল সফরকারী বাংলাদেশ। ওই সিরিজের পরই দলকে আমূল বদলে দিয়ে সুসংবদ্ধ করা অধিনায়ক মাশরাফি টি২০ ক্রিকেটকেই বিদায় বলে দেন। অধিনায়ক হন সাকিব। কিন্তু তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে চরম ভরাডুবি হয়। তবে মাশরাফির অভাবটা তখনও কেউ সেভাবে টের পায়নি। তার অভাবটা ক্ষণে ক্ষণেই মনে পড়েছে দেশের মাটিতেও লঙ্কানদের কাছে দুই টি২০ ম্যাচে বাজেভাবে হারার পর। সে কারণেই দলকে আবার ভাল অবস্থায় ফেরাতে মাশরাফিকে ফিরে আসার আহ্বান জানিয়েছিল বিসিবি। তবে তিনি সিদ্ধান্তে অটল থেকেছেন। সাকিব বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের ইনজুরিতে পড়ে খেলতে পারেননি টেস্ট ও টি২০ সিরিজ। এ কারণেই আরও দুর্বল হয়ে পড়ে বাংলাদেশ দল। এবার নিদাহাস ট্রফিতেও খেলা হচ্ছে না তার। দেশের মাটিতে ৫টি পরিবর্তন এনেছিল বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়েছিলেন ৭ ক্রিকেটার। এবার নিদাহাস ট্রফিতেও ৫ পরিবর্তন নিয়ে দল গড়া হয়েছে। সাকিবকে ছাড়া এবারও লড়তে হবে। আবারও মাহমুদুল্লাহর নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল। খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে হবে শ্রীলঙ্কার মাটিতে। এখানে প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও শ্রীলঙ্কা। ভারতীয় দল অবশ্য নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিসহ নিয়মিত ৫ সদস্যকে ছাড়াই দল গড়েছে। এরপরও রোহিত শর্মার নেতৃত্বে বেশ শক্তিধর দলই তারা। এই দলটি সাম্প্রতিক সময়ে আছে দারুণ ফর্মে। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতে এসেছে। আর শ্রীলঙ্কাও ফিরে এসেছে নিজেদের ভাল অবস্থায়। কোচ চান্দিকা হাতুরাসিংহে বদলে দিয়েছেন চেহারাটা। আর বাংলাদেশ দলের কোন প্রধান কোচ নেই। ঘরের মাটিতে দল টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কোচিংয়েই খেলেছে। এবার শ্রীলঙ্কা সফরে ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকা রিচার্ড হ্যালসলও নেই বলে এইচপি থেকে আনা হয়েছে হেলমটকে। বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন কালপাগে। এত পরিবর্তন নিয়েই এখন লড়তে হবে বাংলাদেশ দলকে নিজেদের প্রমাণের জন্য। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের অবস্থাটা কোন পর্যায়ে আছে তা প্রমাণ হয়ে যাবে। এ বিষয়ে অধিনায়ক মাহমুদুল্লাহও বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই টুর্নামেন্ট জেতা। আমাদের অনেক কিছুই করে দেখানোর বাকি আছে। অনেক কিছুর প্রমাণ দেয়ারও বাকি আছে। অনেকের মনে হয়তো টি২০ ফরমেটে আমাদের শক্তি ও সামর্থ্য নিয়ে একটা প্রশ্ন আছে। আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ভাল মঞ্চ নিজেদেরকে প্রমাণ করার।’
×