ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে আইইবি নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রকাশিত: ০৬:৩১, ৬ মার্চ ২০১৮

বঙ্গবন্ধুকে আইইবি নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ মার্চ ॥ গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানালেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দ। সোমবার সকাল সোয়া ৮টায় সংগঠনের নবনিযুক্ত সভাপতি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুস সবুর এবং সংগঠনের সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে আইইবি নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং জাতির পিতার সমাধিবেদীতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, আইইবি ঢাকা কেন্দ্র, আইইবি খুলনা বিভাগীয় কমিটি, আইইবি খুলনা, আইইবি চট্টগ্রাম, আইইবি ময়মনসিংহ ও আইইবি গোপালগঞ্জ উপকেন্দ্রের পক্ষ থেকেও প্রকৌশলীরা পৃথকভাবে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান ও এম এন সিদ্দিকী, প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলু, প্রকৌশলী আব্দুল্লাহ, প্রকৌশলী অনুপম বড়ুয়া, প্রকৌশলী প্রবীর সেন প্রমুখ উপস্থিত ছিলেন। এআইইউবি পরিদর্শন করলেন থাই রাষ্ট্রদূত বৃহস্পতিবার কুড়িলস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি -বাংলাদেশ ( এআইইউবি) পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুওয়ানাপংস। এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা রাষ্ট্রদূতকে স্থায়ী ক্যাম্পাসে স্বাগত জানান ও নবনির্মিত বৌদ্ধ প্রার্থনা কক্ষ উদ্বোধন করেন। বৌদ্ধ প্রার্থনা কক্ষের জন্য রয়েল থাই দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনাকে বৌদ্ধধর্ম বিশ্বাসী লর্ড গৌতম বুদ্ধের একটি প্রতিমা হস্তান্তর করে এবং সেটি প্রতিস্থাপন করেন । উদ্বোধন শেষে রাষ্ট্রদূত এআইইউবি’র ক্যাম্পাস পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে অত্র বিশ্বদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কমকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×