ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অফডকে বাড়তি অর্থ আদায় ॥ কর্মবিরতি

প্রকাশিত: ০৬:৩০, ৬ মার্চ ২০১৮

অফডকে বাড়তি অর্থ আদায় ॥ কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেইলর, ট্রাক ও কাভার্ডভ্যানের কাছ থেকে অফডকগুলো হাজার টাকা করে অতিরিক্ত আদায় করছে, এই অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা। এতে করে সোমবার সকাল থেকে ১৬টি অফডকে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়, যার নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের ওপর। কেননা, শতভাগ রফতানি পণ্যের জাহাজিকরণ হয় অফডকগুলো থেকে। ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইমমুভার মালিকরা বলছেন, কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া অফডক মালিকরা বাড়তি এ ব্যয় চাপিয়েছে। গত কয়েকদিন ধরে এমন চলছে। শ্রমিকদের কাছ থেকে এ অর্থ আদায় করা হলেও প্রকারান্তরে এই ব্যয় বহন করতে হচ্ছে মালিকদেরই। অথচ এ বিষয়ে অফডক মালিকরা আলোচনার প্রয়োজনও অনুভব করেনি। অফডক মালিকরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলছেন, পার্কিং এবং গেট ফি বাবদ ৫০ টাকা করে ১০০ টাকা আদায় করা হচ্ছে। এর বাইরে কোন টাকা নেয়া হয় না।
×