ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই গৃহবধূসহ তিন খুন

প্রকাশিত: ০৬:৩০, ৬ মার্চ ২০১৮

দুই গৃহবধূসহ তিন খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশালে পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ, সীতাকুণ্ডে স্বামীর হাতে গৃহবধূ ও কুড়িগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে গৃহবধূ রিমা বেগমকে (২০)। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ ঘাতক স্বামী ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার উজিরপুর পৌর এলাকার দক্ষিণ মাদার্শী এলাকার। নিহতের বাবা গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আক্কেল আলী সরদার জানান, দেড় বছর পূর্বে দক্ষিণ মাদার্শী গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র শিপন হাওলাদারের সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের আগে শিপন তার আপন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। সীতাকু- চট্টগ্রামের সীতাকু-ে স্ত্রীকে হত্যার পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে পাষ- স্বামী। নিহতের নাম জাহানারা বেগম (৩৫)। সোমবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পন্থিশাহ মাজার সংলগ্ন ইউসুফ হাজীর ভাড়াঘরের তালা ভেঙ্গে পুলিশ তার লাশটি উদ্ধার করে। এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী মোশারফ হোসেন। কুড়িগ্রাম কুড়িগ্রাম শহরের পুরাতন রেজিস্ট্রিপাড়া এলাকায় জমিজমার বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে চাচাত ভাই মোশাররফ হোসেন মিরুর আঘাতে আমজাদ হোসেন (৫৫) নিহত হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয় আজিজুল হক (৭০), নিহতের পুত্র মমিন (২৮) ও মিজু (২৫)। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আজিজুল হকের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বিদ্যুত (১৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
×