ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা আনতে গিয়ে কৃষক খুন

প্রকাশিত: ০৬:২৮, ৬ মার্চ ২০১৮

পাওনা টাকা আনতে গিয়ে কৃষক খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পাওনা টাকা আনতে গিয়ে যশোরে আজিজুল সরদার (৩২) নামে এক কৃষক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। রবিবার গভীর রাতে যশোর সদরের লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ভোরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আজিজুল সরদার আন্দোলপোতা গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে। নিহতের চাচা যশোর জেলার সাবেক স্যানিটারি ইন্সপেক্টর শাজাহান আলী বলেন, আমার ভাইপো আজিজুল একজন কৃষক। সে আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী তরিকুল ইসলামের কাছে এক লাখ ত্রিশ হাজার টাকা পেত। পাওনা টাকা নিয়ে তরিকুলের সঙ্গে আজিজুলের বিরোধ ছিল। রবিবার রাত ৮টার দিকে তরিকুল টাকা দেবে বলে তাকে মোবাইলফোনে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার পরে আজিজুলের আর কোন সন্ধান পাওয়া যায়নি। মোবাইলফোন সেট বন্ধ ছিল। তিনি জানান, অনেক খোঁজাখুঁজির পর রাত ১টার দিকে বিদ্যালয়ের টয়লেটের সেপটিক টাঙ্কির পাশে একটি বস্তার মধ্যে তার লাশ পাওয়া যায়।
×