ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ

শিক্ষকের বাড়িতে হামলা ॥ দুই দিন অবরুদ্ধ, ভাংচুর-লুট

প্রকাশিত: ০৬:২৭, ৬ মার্চ ২০১৮

শিক্ষকের বাড়িতে হামলা ॥ দুই দিন অবরুদ্ধ, ভাংচুর-লুট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাট চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর গ্রামে গভীর রাতে হামলার পর ওই পরিবারকে দুইদিন অবরুদ্ধ করে রাখা হয়। রবিবার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় ওই শিক্ষক গুলবার রহমান বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পান। এ ঘটনায় রাতেই বাগমারা থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান বাগমারা থানার ওসি নাছিম আহমেদ। ওসি বলেন, রবিবার সন্ধ্যায় খবর পেয়ে দ্রুত তার বাড়িতে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে শিক্ষক গুলবার রহমানকে থানায় নিয়ে আসে। এরপর রাতে ১৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন তিনি। রাতেই আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান চালান হয়। ওসি নাছিম জানান, উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় নুরপুর গ্রামের গোফ্ফার আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সবুজ (১৮)। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে বেশ কিছুদিন থেকে সবুজ এবং তার সহযোগীরা নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিল। শুধু স্কুলে যাওয়ার পথে রাস্তায় নয়, বিভিন্ন সময় ক্লাস রুমে ঢুকেও তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। সেইসঙ্গে ছাত্রীদের ছবি মোবাইল ফোনে ধারণ করত তারা। এ অবস্থায় ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। স্কুলে না যাওয়ায় বিষয়টি জানতে চাইলে ওই ছাত্রী গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গুলবার রহমানকে বিস্তারিত জানান। এরপর শুক্রবার শিক্ষক গুলবার রহমান ছাত্রলীগ নেতা সবুজকে ডেকে শাসিয়ে দেয় এবং বিষয়টি তার বড় ভাই সোহেল রানাকে জানান। ওই রাতেই ২০ থেকে ২৫জন গুলবার রহমানের বাড়িতে হামলা চালায়। শিক্ষক গুলবার রহমান জানান, ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল রানা ও তার ছোট ভাই ছাত্রলীগ নেতা সবুজের নেতৃত্বে তার বাড়িতে হামলা হয়। সশস্ত্র অবস্থায় দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। এ সময় তারা তার মোটরসাইকলেসহ বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
×