ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ছাত্রলীগ নেতাসহ নিহত সাত

প্রকাশিত: ০৬:২৬, ৬ মার্চ ২০১৮

ছাত্রলীগ নেতাসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নান্দাইলে ছাত্রলীগ নেতাসহ দুই, সাভারে কলেজছাত্রসহ দুই, ভুয়াপুরে স্কুলছাত্র, মাগুরায় সাবেক শিক্ষক ও কক্সবাজারে উপজাতি নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নান্দাইল, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার উত্তর মুশুলী এলাকায় চট্টগ্রামগামী নরসুন্দা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় সাইকেল আরোহী ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ দুজন নিহত হয়। পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়। নিহত ছাত্রলীগ নেতা বালুয়াকান্দা গ্রামের মৃত সৈয়দ মিয়ার পুত্র জাহাঙ্গির আলম (১৯)। সে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। সাভার ॥ ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় মনোয়ার হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন কালামপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।জানা গেছে, এদিন দুপুরে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মনোয়ার হোসেন মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল।অপরদিকে, এদিন ভোরে ধামরাই থানাধীন কাওয়ালীপাড়া এলাকায় ট্রাক উল্টে অজ্ঞাত এক যুবক (২০) নিহত হয়েছে। ভূঞাপুর, টাঙ্গাইল ॥ ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের স্থলকাশি এলাকায় বালু ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরও দুই ছাত্র। আহতদের আশস্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্কুলছাত্র উপজেলার কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে জীবন ম-ল (১৫)। মাগুরা ॥ পেনশন তুলতে আসার পথে মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় সোমবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে নারায়ণ চন্দ্র দে (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। কক্সবাজার ॥ চকরিয়ায় রাস্তা পারাপারের সময় ডাম্পার গাড়ির চাপায় এক উপজাতি মহিলা নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় চিরিংগা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মহিলা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইয়াংছা বড়পাড়ার বাসিন্দা।
×