ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্যাশন শোতে ড্রোন

প্রকাশিত: ০৬:০২, ৬ মার্চ ২০১৮

ফ্যাশন শোতে ড্রোন

ফ্যাশন শোতে মডেলের পরিবর্তে ড্রোন ব্যবহার করেছে বিলাসবহুল ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ডলচে এ্যান্ড গ্যাবানা। সম্প্রতি মিলানে অনুষ্ঠিত এক ফ্যাশন শোতে হ্যান্ডব্যাগ নিয়ে রানওয়েতে উড়ে আসে এক ঝাঁক ড্রোন। শো শুরু হওয়ার আগে দর্শকদের ফোনে ওয়াইফাই এবং ব্যক্তিগত হটস্পট বন্ধ করতে বলেন আয়োজকরা। এই ফ্যাশন শোতে সাতটি বা তার বেশি ড্রোন ব্যবহার করেছে ডলচে এ্যান্ড গ্যাবানা। প্রতিটি ড্রোনে ছিল প্রতিষ্ঠানের ফল উইন্টার ২০১৮/১৯ কালেকশনের একটি করে চামড়ার হ্যান্ডব্যাগ। প্রযুক্তির ব্যবহার মানুষের চাকরির সংখ্যা কমাচ্ছে এমন সমালোচনা চলে আসছে বেশ কিছুদিন ধরেই। এবার ফ্যাশন শোতেও ড্রোনের ব্যবহারে তার প্রমাণ মিলল। কিন্তু এই চিন্তাধারাকে পুরোপুরি বাস্তবায়িত হতে দেয়নি ডলচে এ্যান্ড গ্যাবানা। ড্রোনের পর্ব শেষে প্রতিষ্ঠান কাপড় দেখাতে মঞ্চে আসেন মানব মডেল। -ভার্জ
×