ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরায় ৫ তলা ভবন থেকে পড়ে নারী মাদকসেবীর মৃত্যু

প্রকাশিত: ০৬:০১, ৬ মার্চ ২০১৮

উত্তরায় ৫ তলা ভবন থেকে পড়ে নারী মাদকসেবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় ৫তলা ভবন থেকে পড়ে এক নারী মাদকসেবীর মৃত্যু হয়েছে। একই এলাকায় চারতলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। যাত্রাবাড়ীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। সোমবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় ৫তলা ভবন থেকে পড়ে রুবিনা পারভিন রুনা (৫০) নামে এক নারী মাদকসেবীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম মৃত আব্দুর জব্বার। গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বরচড় গ্রামে। তিনি উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর রোডের একটি বাসায় সপরিবারে থাকতেন। সোমবার বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, রুবিনা নামে ওই নারী কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। এতে গত ১০ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা রুবিনাকে উত্তরার ১২ নম্বর সেক্টরের নব জাগরণ নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করান। ওসি জানান, সবাই ঘুমিয়ে পড়লে রবিবার রাত ১টার দিকে রুবিনা ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পঞ্চম তলা থেকে পালানোর উদ্দেশে বিছানার চাদর দিয়ে বেয়ে নিচে নামার সময় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সোমবার ভোরের দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত পারভিনের ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করেনি। সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ॥ রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটে প্রবেশপথের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ টি এম হাসান শফিউল দুলু (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত শফিউল জীবন বীমার সেলস অফিসে হিসাবরক্ষকের চাকরি করতেন। তার বাবার নাম সামছুল হক। তিনি পুরনো ঢাকার ওয়ারীর নবাবপুর পোস্ট অফিস এলাকায় থাকতেন। এদিকে সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান। প্রত্যক্ষদর্শী পথচারী শরিফুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টায় গুলিস্তান পাতাল মার্কেটের ওপর রাস্তার পারাপার হচ্ছিলে হাসান নামে ওই পথচারী। এ সময় হিমাচল পরিবহন নামে একটি বাসা তাকে ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান, ঘাতক বাস চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। পরে বিকেল ৩টার দিকে পথচারী হাসানের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। চারতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর উত্তরায় চারতলা ভবন থেকে পড়ে মোঃ রফিক উদ্দিন বাবু (২৮) নামে এক শ্রমিকের নিহত হয়েছে। নিহতের সহকর্মী শ্রমিক জাহিদুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে রফিক উদ্দিনসহ কয়েকজন মিলে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের চারতলার একটি নির্মাণাধীন ভবনের বাইরের দিকে ঝুলন্ত মই দিয়ে দেয়ালে রঙের কাজ করছিলেন। এ সময় হঠাৎ মই ছিঁড়ে রফিক নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ নূরু মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উত্তর যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ার ৪৩/৩/এ নম্বর ভবনের রহমানিয়া এ্যালুমিনিয়ামের কারখানায় শ্রমিকের কাজ করতেন। ওই কারখানার সুপারভাইজার সাঈদ হোসেন জানান, সোমবার সকাল ৭টার দিকে নূরু মিয়া মেশিনে কাজ করছিলেন। এ সময় নূরু একটি বৈদ্যুতিক তার ধরে নাড়াচাড়া করার সময়ে হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৪০ কেজি গাঁজাসহ দুই যাত্রী গ্রেফতার ॥ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে নুর ইসলাম (২৫) ও সুমন (২২)। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, সোমবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছে ওই দুই যাত্রী। গোপন সংবাদ পেয়ে এ সময় ওই দুই যাত্রীকে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। নিরাপদ ভেবে ট্রেনযোগে তারা মাদক নিয়ে এসে রাজধানীতে বিক্রি করত। এ ঘটনায় বিকেলে থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওসি ইয়াসিন ফারুক জানান।
×