ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৪, ৬ মার্চ ২০১৮

টুকরো খবর

দুই ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ৫ মার্চ ॥ ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ, পিপিএম এর নেতৃত্বে সোমবার রাতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিডস্টোর বাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। জানা যায়, পুলিশ সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার নয়নপুর গ্রামের মোবারক হোসেন ও কাচিনা গ্রামের মিজানকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, কুমিল্লার দাউদকান্দি ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় একাধিক মামলা রয়েছে । ফেনীতে দুদক কমিশনারের গণশুনানি নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৫ র্মাচ ॥ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের উপস্থিতিতে ফেনীর পরশুরাম উপজেলা মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কর্মসূচীর আওতায় দুদক এ গণশুনানির আয়োজন করে। সোমবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে গণশুনানিতে দুদক পরিচালক (প্রতিরোধ) (উপসচিব) মোঃ মনিরুজ্জামান, দুদক পরিচালক চট্টগ্রাম বিভাগ মোঃ আকতার হোসেন, বিভিন্ন সরকারী, আধা-সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুদক সম্মিলিত নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাগণসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির ফেনী জেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গণশুনানিতে বিভিন্ন কাজে হয়রানির শিকার ও ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৫ মার্চ ॥ দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর স্কুল এ্যান্ড কলেজের হ্যান্ডবল দলের নারী খেলোয়ারদের নিয়ে ফেসবুকে অশালীন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা। সোমবার সকালে কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে অংশ নিয়ে হ্যান্ডবল দলের খেলোয়ার ও দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল জানান, কয়েকদিন পূর্বে অন্তঃস্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন বাক্তারচর স্কুল এ্যান্ড কলেজের নারী খেলোয়াররা জয়ী হয়। দুই প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টাকালে রাজশাহীতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।
×